যুবলীগের মহাসমাবেশ আড়াইটায়, মিছিল নিয়ে আসছেন নেতা-কর্মী

ছবি: আশিক আব্দুল্লাহ অপু/স্টার

ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগের সুবর্ণজয়ন্তী উদযাপনে অনুষ্ঠেয় মহাসমাবেশে অংশ নিতে মিছিল নিয়ে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা।

আজ শুক্রবার দুপুর আড়াইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছবি: প্রবীর দাশ/স্টার

সমাবেশ দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। যুবলীগের পাশাপাশি ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন মিছিল নিয়ে আসছেন।

ছবি: আশিক আব্দুল্লাহ অপু/স্টার

সকাল পৌনে ১১টার দিকে শাহবাগ, নীলক্ষেত, ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, রাজু ভাস্কর্য, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) ও রমনা পার্ক এলাকায় নেতা-কর্মীদের জড়ো হতে দেখা গেছে।

ছবি: আশিক আব্দুল্লাহ অপু/স্টার

ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে বাস ও পিকআপ ভ্যানে অনেকে এসে পৌঁছেছেন।

সকাল ১১টা ১০ মিনিটে মিছিলে যোগ দেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল।

যুবলীগের দপ্তর সূত্র জানায়, দেশের ৬৪ জেলা থেকে মহাসমাবেশে অন্তত ১০ লাখ নেতা-কর্মীর সমাগম ঘটানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

ছবি: প্রবীর দাশ/স্টার

সমাবেশ ঘিরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়েছে। নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন সুবিশাল প্যান্ডেল। এছাড়া পুরো ঢাকা শহরের প্রধান প্রধান সড়কের পাশে জাতীয় পতাকার পাশাপাশি যুবলীগের পতাকা দিয়েও সাজানো হয়েছে।

উদ্যানে প্রবেশের ৫টি গেটে পুলিশ অবস্থান নিয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এ ছাড়া, উদ্যানের বিভিন্ন গেট ও ভেতরে টহল দিচ্ছেন গোয়েন্দা সংস্থা, আনসার, পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা।

দুদিন আগ থেকেই সর্বসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago