যেভাবেই হোক ১০ ডিসেম্বরের সমাবেশ হবে: বিএনপি
যেভাবেই হোক আগামীকাল ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় সমাবেশ করা হবে বলে জানিয়েছে বিএনপি।
আজ শুক্রবার ঢাকায় দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, 'আমরা ভেন্যু পাওয়ার অপেক্ষায় আছি। আমরা অবশ্যই আমাদের সমাবেশ করব।'
'বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত হয়েছে যে, দলীয় কর্মসূচি চালিয়ে যাওয়া হবে', বলেন তিনি।
আজ বিকেল ৩টায় দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকে নেওয়া সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে, শুক্রবার ভোররাত ৩টার দিকে 'ডিবি পুলিশের' একটি দল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে তাদের নিজ নিজ বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
এ ঘটনার পরই সকাল ১১টায় ভাচুয়ালি জরুরি বৈঠক ডাকে বিএনপির স্থায়ী কমিটি।
গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে প্রায় অর্ধশতাধিক পুলিশ আহতের ঘটনা ও ১০ ডিসেম্বরের সমাবেশ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে বলে আজ সকালে জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশিদ।
Comments