চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের নেতৃত্বে ইমরান-টিকলু

ইমরান চৌধুরী (বামে) ও টিকলু কুমার দে (ডানে)। ছবি: সংগৃহীত

ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলা সংসদের ৩৭তম কাউন্সিল সম্পন্ন হয়েছে। এতে ইমরান চৌধুরীকে সভাপতি, টিকলু কুমার দেকে সাধারণ সম্পাদক ও শুভ দেকে সাংগঠনিক সম্পাদক করে জেলা সংসদের ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল শনিবার ২ দিনের সম্মেলন শেষে নগরীর বৈঠকখানা মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলে নতুন কমিটি ঘোষণা করা হয়।

ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সদস্য ও চট্টগ্রাম জেলা সংসদের সদ্যবিদায়ী সভাপতি এ্যানি সেন নতুন কমিটি ঘোষণা করেন।

কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদকের রিপোর্ট প্রদান করেন জেলা সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী, সাংগঠনিক রিপোর্ট প্রদান করেন সাংগঠনিক সম্পাদক টিকলু কুমার দে, শিক্ষা প্রস্তাব দেন নিশান রায়, অর্থ রিপোর্ট প্রদান করেন কোষাধ্যক্ষ অয়ন সেনগুপ্ত।

কাউন্সিল হাউজে অর্ধ-শতাধিক কাউন্সিলর প্রস্তাবিত রিপোর্টের ওপর রাজনৈতিক, সাংগঠনিক আলোচনা করেন। পরে কাউন্সিলররা বিষয় নির্বাচনী কমিটির প্রস্তাবিত নতুন জেলা কমিটির নিয়ে আলোচনা করেন এবং সবার মতের ভিত্তিতে ১৯ সদস্যের জেলা কমিটি পাশ করানো হয়। নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সভাপতি মো. ফয়েজ উল্লাহ।

পরে নবনির্বাচিত কমিটি চট্টগ্রাম অস্থায়ী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago