প্রথম আলোর সাংবাদিকের অবিলম্বে মুক্তি দাবি মির্জা ফখরুলের

প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে আটকের প্রতিবাদ জানিয়ে বিএনপি বলেছে, এটি একটি ভয়াবহ ঘটনা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামান শামসকে আটকের প্রতিবাদ জানিয়ে বিএনপি বলেছে, এটি একটি ভয়াবহ ঘটনা।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কোনো সাংবাদিককে গ্রেপ্তার করে রাজনৈতিক লাভের পরিবর্তে সরকার শুধু ক্ষতির মুখে পড়বে।

শামসুজ্জামানের প্রতিবেদনটি সরকারকে বিব্রত করার জন্য করা হয়েছিল দাবি করে সময় টিভিতে যে প্রতিবেদন প্রচার করা হয়েছে সে ব্যাপারে মির্জা ফখরুল বলেন, 'আমি বুঝতে পারছি না সাংবাদিক কী অপরাধ করেছেন... আমি শাসুজ্জামানকে আটকের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।'

বিএনপি মহাসচিব আরও বলেন, মানুষ যখন খেতে পায় না, দমন-পীড়ন ও হত্যার শিকার হয় তখন তারা স্বাধীনতার সুফল নিয়ে প্রশ্ন তুলতে পারে।

মির্জা ফখরুল অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং র‌্যাব, ডিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজনকে তুলে নিয়ে সারাদেশে ভয়ের পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে।

নওগাঁয় ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের মৃত্যুর মাধ্যমে র‍্যাবকে আবার সক্রিয় করার বার্তা দেওয়া হয়েছে।

বিএনপি মহাসচিব বলেন, এটা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা।

তিনি বলেন, তাদের দলের স্থায়ী কমিটির দাবি অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ওই ঘটনার সত্য তথ্য জনগণের সামনে তুলে ধরা হোক।

Comments