বিমানের টরন্টো ফ্লাইটের যাত্রাবিরতিতে যাত্রী ওঠানামার অনুমতি চায় বাংলাদেশ

কানাডা হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান। ছবি: সংগৃহীত

বিমানের ঢাকা-টরন্টো ফ্লাইটের যাত্রাবিরতিতে যাত্রী ওঠানামার অনুমতি পেতে কানাডার হাইকমিশনারের সহযোগিতা চেয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

আজ মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার লিলি নিকোলসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বেবিচক (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) চেয়ারম্যান এ বিষয়ে অনুরোধ জানান।

এ সময় তিনি বাংলাদেশ ও কানাডার মধ্যে উড়োজাহাজ চলাচল বাড়াতে এয়ার কানাডার সঙ্গে বিমান বাংলাদেশসহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইনসের কোড শেয়ারের আহ্বান জানান।

সাক্ষাতে তারা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে অ্যাভিয়েশন খাতে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

বেবিচক চেয়ারম্যান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টো ফ্লাইটে মধ্যবর্তী যাত্রাবিরতি পয়েন্টে যাত্রী ওঠানামার অনুমোদনের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা করতে হাইকমিশনারকে অনুরোধ জানান।

এছাড়া কানাডার অভ্যন্তরীণ বিমান সংস্থার সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কোড শেয়ারের বিষয়টি বিবেচনার জন্য অনুরোধ করেন বেবিচক চেয়ারম্যান মফিদুর রহমান।

হাইকমিশনার লিলি নিকোলস এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। 

দুই দেশের সম্পর্ক উন্নয়নের ধারাবাহিকতায় আকাশপথে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা এবং অ্যাভিয়েশন খাতে অবকাঠামো উন্নয়নে কানাডার বিনিয়োগের ক্ষেত্র নিয়েও এসময় আলোচনা করেন তারা। 

 

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago