এসসিবিএ কার্যালয়ে হাতাহাতি: বিএনপিপন্থী ২৫ আইনজীবীর আগাম জামিন

১৬ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কার্যালয়ের ভেতরের দৃশ্য। ছবি: সংগৃহীত

১৬ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) কার্যালয়ে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপিপন্থী ২৫ জন আইনজীবী হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন।

আজ রোববার আসামিদের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত এ মামলায় তাদের জামিন মঞ্জুর করেন বিচারপতি মো. সেলিম ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

এর আগে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সচিব রুহুল কুদ্দুস কাজল ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদন করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল-ইসলাম ও এ জে মোহাম্মদ আলী।

গত ১৬ মে রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রশাসনিক কর্মকর্তা মো. রবিউল হাসান বাদী হয়ে বিএনপিপন্থী ২৫ জন আইনজীবীর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।

এ ছাড়া এ মামলায় অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, আসামিরা বিএনপি-জামায়াতপন্থী আইনজীবী। আওয়ামী লীগপন্থী এক আইনজীবীকে হত্যাচেষ্টা, নারী আইনজীবীকে হয়রানি, চুরি ও ভাঙচুরের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন তিনি।

এর আগে একই দিনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অফিস প্রাঙ্গণে বিএনপি ও আওয়ামীলীগপন্থী আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২৪ জন আইনজীবী আহত হন।

 

Comments

The Daily Star  | English

Life insurers mired in irregularities

One-fourth of the life insurance firms in the country are plagued with financial irregularities and mismanagement that have put the entire industry in danger.

6h ago