সিলেটে আ. লীগ ও জাপার মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ
প্রতীক বরাদ্দের আগেই আচরণবিধি ভেঙে নির্বাচনী প্রচারণা চালানোয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দুই মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।
আজ মঙ্গলবার সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের দুই প্রার্থীকে পৃথক কারণ দর্শানোর নোটিশ পাঠান।
নোটিশে আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টি প্রার্থী নজরুল ইসলামকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে স্বয়ং বা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, আজ (মঙ্গলবার) জাতীয় দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি খবর থেকে জানা যায় প্রার্থীরা নির্বাচনী প্রতীক বরাদ্দের আগেই প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করছেন যা সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর ধারা ৫ এর লঙ্ঘন।
ধারা ৫ অনুযায়ী কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে কোনো প্রকার নির্বাচনী প্রচার শুরু করতে পারবে না।
প্রার্থীদের এমন কর্মকাণ্ডে বিধিমালার ৩২ বিধি মোতাবেক কেন ব্যবস্থা নেওয়া হবে না—তা জানতে চেয়েছেন রিটার্নিং কর্মকর্তা।
আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় এখনো চলছে। তফসিল অনুযায়ী, আগামী ২ জুন প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে।
Comments