ড. ইউনূসের বিরুদ্ধে ‘হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের আহ্বান ৩০১ আইনজীবীর

ড. মুহাম্মদ ইউনূস। স্টার ফাইল ফটো

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে 'নিপীড়ন ও হয়রানি' বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন সুপ্রিম কোর্টের ৩০১ জন আইনজীবী।

বিবৃতিতে ড. ইউনূসের বিরুদ্ধে আনা সব ধরনের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আইনজীবীরা।

বেশ কয়েকজন বিএনপিপন্থি আইনজীবীসহ মোট ৩০১ জন আইনজীবী আজ বৃহস্পতিবার বিবৃতিতে স্বাক্ষর করেন। 

তারা বিবৃতিতে বলেন, 'বর্তমান সরকার যাকেই তার প্রতিপক্ষ মনে করে, তাকেই রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহারের মাধ্যমে নির্যাতন, নিপীড়ন করে নিঃশেষ করার চেষ্টা করছে।'

বিবৃতিতে স্বাক্ষরকারী আইনজীবীদের মধ্যে রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সুব্রত চৌধুরী, এ এম মাহবুব উদ্দিন খোকন, মো. রুহুল কুদ্দুস কাজল, সৈয়দ মামুন মাহবুব, ফরিদুজ্জামান ফরহাদ, গাজী কামরুল ইসলাম সজল, রেজাউল করিম রেজা, এম মাহবুবুর রহমান খান, জামিউল হক ফয়সাল ও এ কে এম এহসানুর রহমানসহ ৩০১ জন।

বিবৃতিতে তারা বলেন, 'বর্তমান অগণতান্ত্রিক সরকারের রোষানলে পড়ে অনেক বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তিগণ মিথ্যা ও হয়রানিমূলক মামলায় তথাকথিত বিচারিক প্রক্রিয়ায় ফরমায়েশি রায়ের মাধ্যমে হয় সাজাভোগ করেছেন, নয়তো কারা অন্তরীণ আছেন। বাংলাদেশের গর্ব নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক প্রক্রিয়া একপেশে, উদ্দেশ্য প্রণোদিত ও অবৈধ সরকারের আক্রোশ প্রসূত।'

'আমরা এ দেশের আইনজীবী সমাজ মনে করি, শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বর্তমান সরকারের প্রতিহিংসা ও সরকার প্রধানের ব্যক্তিগত আক্রোশ এবং নির্মম হিংসার শিকার। ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ফরমায়েশি বিচারের নামে যে বিচারিক হয়রানি, তা দেশে-বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ব্যাপকভাবে ক্ষুণ্ন করছে। আইনজীবী হিসেবে আমরা দেশের সব নাগরিকের নিরাপত্তা ও আইনের সঠিক প্রয়োগ চাই।'

বিবৃতিতে আরও বলা হয়েছে, 'আমরা বাংলাদেশের সাংবিধানিক আদালতের আইনজীবীগণ সরকারের এহেন ফ্যাসিস্ট আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ফরমায়েশি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ অবিলম্বে বন্ধের জন্য এবং সব ধরনের হয়রানিমূলক চলমান মামলাগুলো প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি।'

 

Comments

The Daily Star  | English

Govt condemns attack on Nur

Reaffirms its commitment to holding the national election in the first half of February 2026

42m ago