খালেদা জিয়ার বিদেশে যাওয়ার অনুমতির আবেদন বিষয়ে মতামত শিগগির: আইনমন্ত্রী

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে
আইনমন্ত্রী আনিসুল হক। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারের অনুমতি চেয়ে আবেদনের বিষয়ে শিগগির মতামত দেবেন আইনমন্ত্রী আনিসুল হক।

আজ বৃহস্পতিবার রাতে টেলিফোনে দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা জানিয়েছেন।

আইনমন্ত্রী বলেন, 'চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন জমা দেওয়া হয়েছে।'

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে উল্লেখ করে মন্ত্রী আনিসুল হক বলেন, 'আমি আবেদনটি এখনো দেখিনি। আবেদনটি দেখে আমি শিগগির মতামত জানাব।' 

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিতে গত ২৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে চিঠি দিয়েছেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার।

২৫ সেপ্টেম্বর আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের বলেছিলেন, 'খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়ে আইনি অবস্থান থেকে সরকারের কিছু করার নেই।'

সেদিন তিনি আরও বলেছিলেন, 'সিআরপিসির ৪০১ (১) ধারার অধীনে নির্বাহী আদেশে শর্তসাপেক্ষে খালেদা জিয়ার কারাদণ্ডের সাজা স্থগিত করা হয়েছে। শর্ত বাতিল করতে হলে প্রথমে তার মুক্তি বাতিল করতে হবে এবং তারপর অন্যান্য বিষয় বিবেচনা করা যেতে পারে।'

এর আগে গত ৫ সেপ্টেম্বর খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আরেকটি আবেদন জমা দেন। ওই আবেদনে সব শর্ত বাতিল করে খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চান এবং বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে ফিজিওথেরাপিসহ উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি চান।

আবেদনে শামীম ইস্কান্দার বলেন, খালেদা জিয়া লিভার সিরোসিস ও হার্টের সমস্যায় আক্রান্ত হয়েছেন যার আধুনিক চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়।

 

Comments