পুলিশ সদস্য হত্যায় সরাসরি জড়িত ২ জনকে আটক করা হয়েছে: ডিএমপি কমিশনার

রাজারবাগ পুলিশলাইনে পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, গতকাল রাজধানীর ফকিরাপুলে বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল পারভেজ নিহতের ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

আজ রোববার রাজারবাগ পুলিশলাইনে আমিরুলের জানাজার নামাজে অংশ নিতে যান ডিএমপি কমিশনার। 

এ সময় পুলিশ সদস্যদের উদ্দেশে বক্তৃতায় তিনি বলেন, 'যারা আমাদের পুলিশ সদস্যকে হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা যা যা করা দরকার করব।'

সংঘর্ষে নিহত পুলিশ কনস্টেবল মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজকে শেষ শ্রদ্ধা জানান পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, 'আমরা ইতোমধ্যে হত্যার ঘটনায় সরাসরি জড়িত ২ আসামিকে গ্রেপ্তার করেছি।' 

পুলিশ কনস্টেবল মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন-শামীম রেজা ও মো. সুলতান।

শামীম গাইবান্ধার পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক বলে জানিয়েছে পুলিশ। তাকে গাইবান্ধা থেকে এবং সুলতানকে ঢাকার ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহত কনস্টেবল আমিরুল পারভেজ ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম শাখায় ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুরে।

গতকাল দুপুরে ফকিরাপুল এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। তার মাথায় আঘাত লেগেছিল। 

ফকিরাপুল থেকে পুলিশ সদস্য এবং পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকেল সোয়া ৪টায় তাকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রোববার ভোরে পল্টন থানায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ একটি মামলা করেছে।

 

Comments

The Daily Star  | English
Govt of Bangladesh logo

10-day holiday for Eid-ul-Azha

The decision was made today at a meeting of the advisory council at the Secretariat

12m ago