বগুড়ায় আ. লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত ১৯

আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ নিয়ন্ত্রণে ১০ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ও ৩২ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় বগুড়া-ঢাকা মহাসড়কে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে পাঁচ পুলিশসহ ১৯ জন আহত হয়েছেন। 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহার বরাত দিয়ে আমাদের বগুড়া সংবাদদাতা জানান, সকাল সাড়ে ১১টার দিকে সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জি এম) সিরাজের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে খেজুরতলার হাসপাতাল সড়কে জড়ো হন। একইসময়ে শেরপুর যুবলীগ ও আওয়ামী লীগের একটি মিছিল ওই এলাকা দিয়ে যাচ্ছিল। একপর্যায়ে দুই দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

তাদের মধ্যে প্রায় আধাঘণ্টা ধরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

ওসি বলেন, 'পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ও ৩২ রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়। ইট-পাটকেলের আঘাতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ১৪ নেতাকর্মী আহত হয়েছেন বলে শুনেছি।' 

শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম। যখন আমরা বাসস্ট্যান্ড এলাকায় আসি তখন আওয়ামী লীগের মিছিল থেকে আমাদের মিছিলে হামলা করা হয়। পরে পুলিশ আমাদের ওপর কাঁদানে গ্যাসের শেল ছুড়ে। এসময় আমাদের ১০-১২ নেতাকর্মী আহত হন।'

শেরপুর উপজেলা যুবলীগ সভাপতি তারিকুল ইসলাম তারেক ডেইলি স্টারকে বলেন, 'আমাদের মিছিল ওই এলাকায় গেলে বিএনপি নেতাকর্মীরা পেছন থেকে আমাদের ওপর ইট-পাটকেল ছুড়ে মারেন। ফলে তাদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ ঘটনায় আহত হয়ে আমাদের অন্তত ছয় নেতাকর্মী হাসপাতালে ভর্তি হয়েছেন।'

Comments

The Daily Star  | English

Ishraque supporters protest in different parts of Dhaka

Protesters assembled at Matsya Bhaban, Kakrail and Jatiya Press Club, demanding that Ishraque be immediately sworn in as the mayor of the DSCC

15m ago