প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে আ. লীগের শাম্মী আহম্মেদের তৃতীয় আবেদন

শাম্মী আহম্মেদ
শাম্মী আহম্মেদ। ছবি: সংগৃহীত

বরিশাল-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহম্মেদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি চেয়ে আবারও সুপ্রিম কোর্টে আবেদন করেছেন।

আজ মঙ্গলবার আপিল বিভাগে তিনি এ আবেদন করেন। এ নিয়ে প্রার্থিতা ফিরে পেতে তিনি তিনটি পৃথক আবেদন জমা দিলেন।

শাম্মীর বিরুদ্ধে স্মার্টকার্ডের তথ্য গোপন করে পাসপোর্ট করা, অস্ট্রেলিয়ার ভোটার হওয়াসহ বিভিন্ন অভিযোগ করেছিলেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী পংকজ দেবনাথ।

আজকের আবেদনে শাম্মী আহম্মেদ জানান, তিনি অন্য কোনো দেশের নাগরিক নন। কারণ তিনি সংশ্লিষ্ট অফিসে নাগরিকত্ব বাতিলের আবেদন করেছেন।

আবেদনে তিনি আদালতের কাছে নির্বাচন কমিশনকে তার জন্য প্রতীক বরাদ্দ দেওয়ার আদেশ প্রার্থনা করেন।

শাম্মীর আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি বলেন, শাম্মী আহমেদের অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বাতিলের আবেদন ২৭ নভেম্বর থেকে কার্যকর হয়েছে এবং তার মনোনয়নপত্র বৈধ।

আজ আবেদনের ওপর শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি পাঠান এবং এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য ২ জানুয়ারি তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত ২১ ডিসেম্বর চেম্বার বিচারপতি শাম্মী আহমেদের আরেকটি আবেদন পূর্ণাঙ্গ আবেদন পাঠান।

১৯ ডিসেম্বর চেম্বার বিচারক দ্বৈত নাগরিকত্বের কারণে শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিলে ইসির সিদ্ধান্ত বহাল রেখে হাইকোর্টের আদেশে সম্মতি দেন।

আজ আবেদনের শুনানির সময় সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতির সামনে শাম্মী আহমেদের পক্ষে এম ইউসুফ হোসেন হুমায়ুন, মোমতাজ উদ্দিন ফকির, মোতাহের হোসেন সাজু, মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা এবং শাহ মঞ্জুরুল হকসহ সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

July killings: Court orders exhumation of 114 bodies for identification

A Dhaka court today ordered the authorities concerned to exhume 114 bodies of individuals killed during the July uprising in order to identify them

54m ago