বিজিপিসহ মিয়ানমারের ৩৩০ জনকে ফেরত পাঠানো হচ্ছে আজ

আজ তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ছবি: স্টার

অভ্যন্তরীণ সংঘাতের জেরে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজিপি) ৩৩০ জনকে আজ বৃহস্পতিবার তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

বিষয়টি জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, বিজিপি ছাড়াও তাদের মধ্যে মিয়ানমারের সেনা সদস্য, শুল্ক কর্মকর্তা ও ইমিগ্রেশন পুলিশের সদস্য রয়েছেন।

গতকাল বিজিবির দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিপি সদস্যসহ ৩৩০ মিয়ানমারের নাগরিককে বৃহস্পতিবার সকাল ৮টায় কক্সবাজারের ইনানীতে নৌ-বাহিনীর জেটিঘাটে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, ইতোমধ্যে তাদের সবাইকে এক জায়গায় আনা হয়েছে। আনুষ্ঠানিকভাবে তাদের মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে আজ।

মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর চলমান সংঘর্ষের জেরে চলতি মাসের শুরু থেকে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ মিয়ানমারের নাগরিকরা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া শুরু করে।

প্রথমে তাদের আকাশপথে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ সরকার। পরবর্তীতে তাদের সমুদ্রপথে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Child rape cases rise nearly 75% in 7 months

Shows ASK data; experts call for stronger laws, protection

1h ago