নিউজিল্যান্ডের ব্যাটিং ধসের পর শেষ বিকালে বিপদে ভারত

ছবি: এএফপি

উইল ইয়ং ও ড্যারিল মিচেলের ফিফটির পর ভেঙে পড়ল নিউজিল্যান্ডের ব্যাটিং। রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের ঘূর্ণিতে শেষ ৭ উইকেট তারা হারাল ৭৬ রানে। জবাব দিতে নেমে ভারত কিছুদূর এগিয়ে এলোমেলো হয়ে গেল শেষ বিকালে। ৮ বলের মধ্যে ৩ উইকেট পড়ায় উবে গেল তাদের স্বস্তি।

শুক্রবার মুম্বাইতে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম দিনে রাজত্ব করেছে বোলাররা। দুই দল মিলিয়ে পড়েছে ১৪ উইকেট। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড অলআউট হয় ২৩৫ রানে। এরপর ভারত দিন শেষ করেছে ৪ উইকেটে ৮৬ রান তুলে। এখনও তারা পিছিয়ে আছে ১৪৯ রানে। হাতে রয়েছে ৬ উইকেট। ক্রিজে শুবমান গিল ৩১ ও রিশভ পান্ত ১ রানে আছেন।

মোট ১১ উইকেট গেছে স্পিনারদের ঝুলিতে। প্রথম দিনেই উইকেট থেকে ভালো টার্ন মিলেছে তাদের। ভারতের বাঁহাতি স্পিনার জাদেজা ৫ উইকেট নেন ৬৫ রানে। ৪ উইকেট নিতে তার সতীর্থ অফ স্পিনার সুন্দরের খরচা ৮১ রান। নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল ২ উইকেট পেয়েছেন ৩৩ রানে।

বড় শট খেলছেন ড্যারিল মিচেল (মাঝে)। ছবি: এএফপি

কিউইদের স্রেফ চার ব্যাটার দুই অঙ্কে পৌঁছান। পাঁচে নামা মিচেল সর্বোচ্চ ৮২ রান করেন। ১২৯ বল মোকাবিলায় তিনি মারেন তিনটি করে চার ও ছক্কা। তিনে নামা ইয়ং চারটি চার ও দুটি ছক্কায় ১৩৮ বলে করেন ৭১ রান। অধিনায়ক টম ল্যাথামের ব্যাট থেকে আসে ৪৪ বলে ২৮ রান। গ্লেন ফিলিপস সাজঘরে ফেরেন ২৮ বলে ১৭ রান করে।

ডেভন কনওয়েকে টিকতে দেননি পেসার আকাশ দীপ। সেই ধাক্কা সামলে প্রতিরোধ গড়ে নিউজিল্যান্ড। থিতু হওয়া ল্যাথামকে বিদায়ের পর রাচিন রবীন্দ্রকে দ্রুত আউট করেন সুন্দর। দুজনই হন বোল্ড। এরপর জমে ওঠে ইয়ং ও মিচেলের চতুর্থ উইকেট জুটি। ইয়ংকে স্লিপে ক্যাচ বানিয়ে ১৫১ বলে ৮৭ রানের জুটি ভাঙেন জাদেজা।

সফরকারীদের ভালো পুঁজির আশা এরপর মুখ থুবড়ে পড়ে। জাদেজার অসাধারণ বোলিংয়ের কোনো জবাব খুঁজে পায়নি তারা। টপাটপ পড়তে থাকে উইকেট। টম ব্লান্ডেল ও ফিলিপস হন বোল্ড। ইশ সোধিকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলার পর ম্যাট হেনরিকেও বোল্ড করে ৫ উইকেট পূর্ণ করেন জাদেজা। একপ্রান্ত আগল রান বাড়ানো মিচেলের পর এজাজকে ফিরিয়ে নিউজিল্যান্ডকে থামান সুন্দর।

রবীন্দ্র জাদেজা। ছবি: এএফপি

ভারতের উদ্বোধনী জুটিও লম্বা হয়নি। একবার ক্যাচ তুলে জীবন পাওয়া অধিনায়ক রোহিত শর্মা উইকেটের পেছনে ধরা পড়েন পেসার ম্যাট হেনরির বলে। তিনি ১৮ বলে ১৮ রানে বিদায় নেওয়ার পর যশস্বী জয়সওয়াল ও গিল দ্রুত রান বাড়াতে থাকেন। কিন্তু সুবিধাজনক অবস্থান থেকে একদম শেষ বিকালে বিপদে পড়ে স্বাগতিকরা।

টানা দুই বলে প্রতিপক্ষের ইনিংসে আঘাত করেন এজাজ। ৫২ বলে ৩০ করা জয়সওয়াল উইকেট ছুড়ে দেন। রিভার্স সুইপ করতে গিয়ে তিনি বোল্ড হওয়ার পরের ডেলিভারিতেই নাইটওয়াচম্যান মোহাম্মদ সিরাজ হন এলবিডব্লিউ। এরপর অহেতুক রান নিতে গিয়ে আউট হন বিরাট কোহলি। সরাসরি থ্রোতে স্টাম্প উপড়ে ফেলেন হেনরি। কোহলির সংগ্রহ ৬ বলে ৪ রান।

দিনের শেষ তিনটি বল সাবধানতার সঙ্গে খেলেন গিল ও পান্ত। ঘরের মাঠে চলতি সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে থাকা ভারতের হয়ে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ের সূচনা করবেন তারা।

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

6h ago