প্রথম ভোটকেন্দ্রে সমানে সমান ট্রাম্প-কমলা

প্রথম ভোটকেন্দ্রে ট্রাম্প কমলা সমান ভোট
ডিক্সভিল নচের ব্যালট কক্ষ। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের একটি ছোট গ্রামে নির্বাচনের প্রথম প্রহরে ভোটগ্রহণ শুরু হয়। অল্প সময়ের মধ্যে ভোট শেষ করে গণনাও হয়ে যায়। এবার সেখানে সমান ভোট পেয়েছেন ট্রাম্প-কমলা।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

কয়েক দশক ধরেই চলছে এই ঐতিহ্য।

যুক্তরাষ্ট্রের অন্যান্য অংশে সকাল থেক ভোট শুরু হলেও ডিক্সভিল নচ নামের এই গ্রামের একমাত্র ভোটকেন্দ্রটিতে সোমবার দিবাগত রাত ১২টা (মঙ্গলবার) থেকেই ভোটগ্রহণ শুরু হয়।

খুব অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে ফলাফলও জানা হয়ে গেছে।

তিনটি করে ভোট পেয়েছেন ট্রাম্প ও কমলা।

কারণ আর কিছুই না। এই গ্রামে যে ১০ জন ভোটারও নেই! 

সাংবাদিকদের উপস্থিতিতে অ্যাকর্ডিয়নের সুরে মার্কিন জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে ভোট শুরু হয় ডিক্সভিল নচে।

নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনী আইন মতে, কোনো আসনে অধিবাসীর সংখ্যা ১০০ জনের কম হলে তারা মধ্যরাত থেকে ভোটকেন্দ্র চালু রাখতে পারে। সকল নিবন্ধিত ভোটার তাদের নাগরিক দায়িত্ব পালন শেষ করলে ভোটগ্রহণ বন্ধ হয়। তাৎক্ষণিকভাবে গণনাও শেষ করে ফেলা হয়।

২০২০ সালে ডিক্সভিল নচের সকল বাসিন্দা জো বাইডেনকে ভোট দিয়েছিলেন। তিনিই এই গ্রামের ইতিহাসে দ্বিতীয় প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সবার রায় পেয়েছিলেন। ১৯৬০ থেকে সেখানে এই মধ্যরাতের ভোট শুরু হয়েছে।

ইস্ট কোস্টের বেশিরভাগ ভোটকেন্দ্র খুলবে আজ স্থানীয় সময় সকাল ছয়টা বা সাতটায় (বাংলাদেশ সময় বিকেল পাঁচটা বা সন্ধ্যা ছয়টা)।

বিশ্লেষকদের মতে, ছোট এই গ্রামেও কমলা-ট্রাম্পের হাড্ডাহাড্ডি লড়াই বৃহত্তর পরিসরে মার্কিন নির্বাচনের প্রতিযোগিতামূলক মনোভাবকে সুন্দর করে ফুটিয়ে তুলেছে।

Comments

The Daily Star  | English

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

3h ago