সরিষাবাড়ীতে সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ

সাবেক প্রতিমন্ত্রী মুরাদের বাড়িতে আগুন। ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একদল বিক্ষুব্ধ ছাত্র-জনতা সাবেক এই প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা চালায় এবং ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে। একই সময়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলামের বাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে।

বিতর্কিত মুরাদ প্রতিমন্ত্রী থাকাকালীন বিভিন্ন আপত্তিকর মন্তব্য ও কর্মকাণ্ডের জন্য মন্ত্রিসভা থেকে অপসারিত হন। বিশেষ করে এক চিত্রনায়িকার সঙ্গে তার ফোনালাপ ফাঁস হওয়ার পর তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। কানাডায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।

২০২৪ সালের সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন মুরাদ এবং পরাজিত হন। তার বিরুদ্ধে সরকারি বরাদ্দের অর্থ লুটপাট, চাঁদাবাজি ও দুর্নীতির অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, ক্ষমতায় থাকাকালীন তিনি নিজের স্বার্থসিদ্ধির জন্য নানা অনিয়মে জড়িয়ে পড়েন, যা দীর্ঘদিনের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া বলেন, 'এ সংক্রান্ত কোনো অভিযোগ আমরা এখনো পাইনি।'

Comments

The Daily Star  | English
rooppur-nuclear-power-plant

Gridline woes delay Rooppur Power Plant launch

The issue was highlighted during an International Atomic Energy Agency (IAEA) inspection in March

1h ago