দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় নিহত ১২

জোহানেসবার্গে দুর্ঘটনাকবলিত বাস । ছবি: এএফপি
জোহানেসবার্গে দুর্ঘটনাকবলিত বাস । ছবি: এএফপি

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বিমানবন্দরের কাছে একটি জায়গায় বাস উল্টে গেলে অন্তত ১২ জন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার স্থানীয় নগর কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এএফপি।

কর্মকর্তারা জানান, জোহানেসবার্গের ওআর ট্যামবো আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এক ব্যস্ত সড়কে ৫০ জন যাত্রীসহ বাসটি উল্টে যায়। বাসযাত্রীরা নিজ নিজ কর্মক্ষেত্রে যাচ্ছিলেন।

বিবৃতিতে বলা হয়, ১২ জন নিহত ও অপর ৪৫ জন আহত হয়েছেন।

জোহানেসবার্গে দুর্ঘটনাকবলিত বাস । ছবি: এএফপি
জোহানেসবার্গে দুর্ঘটনাকবলিত বাস । ছবি: এএফপি

একুরহুলেনি নগর পরিবহন কর্মকর্তা আনদিলে মংউয়েভু বলেন, 'আমরা নির্বাক হয়ে গেছি। এটি একটি বিপর্যয়।'

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর বিমানবন্দর অভিমুখী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবিতে বাসটিকে এক পাশে পড়ে থাকতে দেখা যায়।

দুর্ঘটনায় বেঁচে ফিরে আসা এক ব্যক্তি নিউজরুম আফ্রিকা টেলিভিশনকে বলেন, বাসটিতে দ্রুতগতিতে আগানোর সময় নিয়ন্ত্রণ হারায়।

দক্ষিণ আফ্রিকায় প্রতিবছর সড়ক দুর্ঘটনায় অসংখ্য মানুষ প্রাণ হারান। এর পেছনে মূল কারণ মাত্রাতিরিক্ত গতিবেগ, বেপরোয়া গাড়ি চালানো, সড়কে চলাচলের অনুপযোগী পরিবহন ব্যবহার ও সিট বেল্ট না পরার প্রবণতা।

Comments

The Daily Star  | English

Crores spent, but Ctg roads still crumble

Commuters in Chattogram are enduring severe hardships due to the appalling condition of major roads, a crisis worsened by the apparent indifference of the authorities.

6h ago