চট্টগ্রাম

ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করবে ফয়’স লেক

ফয়'স লেক। ছবি: সংগৃহীত

প্রকৃতি আর জীববৈচিত্রের এক অনন্য মিশেল ফয়'স লেক পর্যটন কেন্দ্র। বন্দরনগরী চট্টগ্রামের শহুরে কোলাহল থেকে দূরে গিয়ে ঈদের ছুটির দিনগুলোকে আনন্দময় করার জন্য এটি একটি অসাধারণ গন্তব্য। 

ঈদুল ফিতরের উৎসবমুখর দিনগুলোতে পরিবার কিংবা বন্ধুরা মিলে সবুজ প্রকৃতি, স্বচ্ছ লেকের জলরাশি আর পাহাড় ঘেরা পরিবেশে কাটাতে পারেন আনন্দ আর বিনোদনে। 

ফয়'স লেলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ছবি: সংগৃহীত

প্রকৃতির কোলে গড়ে ওঠা অপার সৌন্দর্যের লীলাভূমির মাঝে এখানকার পার্কে রয়েছে অত্যাধুনিক সব রাইডস, আনন্দে হারিয়ে যাওয়ার মতো ওয়াটার পার্ক, অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বেইসক্যাম্প।

ফয়'স লেক অ্যামিউজমেন্ট পার্ক 

সব বয়সী মানুষের জন্য রয়েছে নানা আয়োজন ফয়'স লেক কনকর্ডে। পুরো পার্ক জুড়ে রয়েছে নজরকাড়া প্রাকৃতিক সৌন্দর্য, সঙ্গে আধুনিক বিনোদন ব্যবস্থা। 

ফয়'স লেক অ্যামিউজমেন্ট পার্ক । ছবি: সংগৃহীত

বাম্পার কার, ফ্যামিলি রোলার কোস্টার, পাইরেট শিপ, ফেরিস হুইলসহ আরও অনেক রাইড রয়েছে এখানে। আর শিশু-কিশোরদের জন্য হ্যাপি জাম্প, পনি অ্যাডভেঞ্চার, বেবি ড্রাগন, সার্কাস ট্রেন, বাম্পার বোটসের মতো রাইডস ছোটদের মন জুগিয়ে রাখে সারাক্ষণ। 

ঈদ উপলক্ষে বাড়তি দর্শনার্থীদের আর্কষণ ও সেবা দেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে ফয়'স লেক অ্যামিউজমেন্ট পার্কে নতুন ছয়টি রাইড স্থাপনের কাজ প্রায় শেষের পথে। নতুন এই রাইডগুলো হচ্ছে, স্কাই হুপার মিডি ড্যান্স, কিডল হুইলস, কিডল টাওয়ার, এয়ারবোন শট ও ফ্লাইং বাস। 

সি ওয়ার্ল্ড

ফয়'স লেকের এক প্রান্তে গ্রীষ্মের বিশেষ আকর্ষণ হিসেবে আছে সি ওয়ার্ল্ড ওয়াটার পার্ক। কৃত্রিম ঢেউয়ের জোয়ারে ভরপুর এই ওয়াটার পার্কে আছে বিভিন্ন রকমের ওয়াটার রাইডস। যেমন, ওয়েভ পুল, মাল্টি স্লাইড, ড্যানসিং জোন ইত্যাদি। 

ফয়'স লেক। ছবি: সংগৃহীত

অতিথিদের সুবিধার জন্য এখানে পুরুষ এবং নারীদের জন্য আলাদা চেঞ্জিং রুমের ব্যবস্থা করা আছে। 

ওয়াটার পার্ক সি ওর্য়াল্ডের পাশেই বিশ্রামের জন্য রয়েছে ফয়'স লেক রিসোর্ট। বিভিন্ন ধরনের আরামদায়ক কক্ষ, ভিন্নধর্মী বিনোদন ব্যবস্থাসহ এই রিসোর্টটিতে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা।

দেশি-বিদেশি নানা স্বাদের খাবারের ব্যবস্থাও থাকে পাশের লেক ভিউ রেস্টুরেন্টে। সব মিলিয়ে ঈদের ছুটি পরিপূর্ণ করে আমোদ আর উল্লাসে দিন কাটানোর জন্য ফয়'স লেক রিসোর্টের জুড়ি নেই।

ফয়'স লেক বেজ ক্যাম্প

ফয়'স লেক কনকর্ডের সবশেষ সংযোজন ফয়'স লেক বেজক্যাম্প। বিনোদনের ক্ষেত্রে এটা এক নতুন মাত্রা যোগ করেছে। 

ফয়'স লেক বেজ ক্যাম্প। ছবি: সংগৃহীত

ভ্রমণপিপাসুদের জন্য ভিন্নধর্মী সব অ্যাডভেঞ্চার অ্যাকটিভিটি, যেখানে সারাদিন দুর্দান্ত অভিজ্ঞতা অর্জনের জন্য ফয়'স লেক বেজক্যাম্প উপযুক্ত স্থান। 

খোলা আকাশের নিচে আর্চারি, ক্লাইম্বিং ওয়াল, ট্রি টপ অ্যাকটিভিটি কিংবা বিশাল ফয়'স লেকে কায়াকিং বা বোট রাইড যেকোনো দর্শনার্থীকে চাঙ্গা করে তুলবে নিমিষেই।

কনকর্ড এন্টারটেইনমেন্টের বিপনন ব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এবারের ঈদে দর্শনার্থীদের আনন্দঘন সময় কাটানোর জন্য ফয়'স লেক কনকর্ডে বিশেষ আয়োজন করা হয়েছে। ঈদের দিন দুপুর ২টা থেকে পার্ক খোলা থাকবে। ঈদের দ্বিতীয় দিন থেকেই ওয়াটার পার্ক সি ওর্য়াল্ডে থাকছে ডিজে শো, ড্যান্স শো, ম্যাজিক শো ইত্যাদি।'

তিনি আরও বলেন, 'লেকের জলরাশির মাঝে নৌ-ভ্রমণ করতে অনেকেই পছন্দ করেন। তাই ঈদ প্রস্তুতি হিসবে নৌ-ভ্রমণের নিরাপত্তার কথা বিবেচনা করে বাড়তি সতর্কতা ব্যবস্থা নেওয়া হয়েছে। পার্কের সৌন্দর্য বাড়াতে আলপনাসহ পুরো এলাকা রঙিন করে তোলা হয়েছে।'

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

53m ago