স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ব্যক্তিগত কর্মকর্তা ও বরখাস্ত এনসিপি নেতাকে দুদকে জিজ্ঞাসাবাদ

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিও) তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের জারি করা সমনের প্রেক্ষিতে আজ বুধবার দুদকে হাজির হন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাময়িক বরখাস্ত নেতা গাজী সালাউদ্দিন তানভীর। তিনি দলটির যুগ্ম সদস্য সচিব ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল মঙ্গলবার তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের দুদকে হাজির হওয়ার কথা ছিল। তবে তারা আজ হাজির হন। আজ তিনজনকেই জিজ্ঞাসাবাদ চলছে।

এর আগে, তাদের বিরুদ্ধে তদবির, চাঁদাবাজি, টেন্ডারে কারচুপি এবং নামে-বেনামে অবৈধ সম্পদ অর্জনে ক্ষমতার অপব্যবহারসহ অন্যান্য অভিযোগ ওঠে।

এরপর গত ১৫ মে অভিযুক্তদের কাছে সমন জারি করেছিল দুদক।

একই অভিযোগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী ব্যক্তিগত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনকে আগামী ২২ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।

Comments

The Daily Star  | English
Kudos for consensus in some vital areas

Kudos for consensus in some vital areas

If our political culture is to change, the functioning of our political parties must change dramatically.

4h ago