ঢালিউডে শাকিব খানের পর এগিয়ে কোন নায়কেরা

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এখনো নম্বর ওয়ান তিনি। টানা ২৬ বছর ধরে টেনে নিয়ে এসেছেন চলচ্চিত্রকে। শাকিব খানের পর অনেক নায়ক এসেছেন ঢালিউডে। কেউ কেউ হারিয়ে গেছেন। কেউ টিকে আছেন।

শাকিব খানের পরে যারা ঢালিউডে এসেছেন, জানা যাক তাদের সম্পর্কে ।

ঢাকাই সিনেমার নায়কদের মধ্যে সিয়াম আহমেদ বেশ এগিয়ে আছেন। ভালো ভালো কয়েকটি সিনেমা তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে, যা দর্শকপ্রিয়তা পেয়েছে। সবশেষ, একক নায়ক হিসেবে তার অভিনীত 'জংলি' মুক্তি পায়। সিনেমাটি দর্শক মহলে সাড়া ফেলেছে। 'তাণ্ডব' সিনেমায় তিনি অতিথি চরিত্রে অভিনয় করেছেন। 'পোড়ামন টু' দিয়ে প্রথমে আলোচনায় আসা এই নায়ককে ব্যাপক পরিচিতি এনে দেয় 'দহন' সিনেমা। 'ফাগুন হাওয়ায়' ও 'মৃধা বনাম মৃধা' তাকে প্রশংসায় ভাসায়। 'মৃধা বনাম মৃধা' সিনেমায় অভিনয় করে জাতীয় পুরস্কার পান তিনি।

শরিফুল রাজ নতুন করে আলোচনায় এসেছেন এবারের ঈদে মুক্তি প্রাপ্ত 'ইনসাফ' দিয়ে। সঞ্জয় সমদ্দার পরিচালিত 'ইনসাফ' সিনেমায় শরিফুল রাজ নতুনভাবে পর্দায় এসেছেন। তার অভিনয়ের প্রশংসা করছেন দর্শকরা। এর আগে 'কাজলরেখা' সিনেমায় অভিনয় করেও নায়ক হিসেবে নিজের অবস্থান ধরে রাখেন। এছাড়া, পরাণ, হাওয়া ও গুণিন তাকে দিয়েছে জনপ্রিয়তা। ঢাকাই সিনেমার নায়কদের মধ্যে শরিফুল রাজ বেশ এগিয়ে আছেন।

নায়ক হিসেবে আরিফিন শুভ অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন। কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। 'ঢাকা অ্যাটাক' তার ক্যারিয়ারকে উজ্জ্বল করেছে এবং আলোচিত হয়েছেন। আরও বেশ কয়েকটি সিনেমা তাকে দর্শকপ্রিয়তা এনে দেয়। বিরতির পর 'নীলচক্র' সিনেমা দিয়ে তিনি প্রেক্ষাগৃহে ফিরেছেন সম্প্রতি।

'সুড়ঙ্গ' দিয়ে সিনেমায় অভিষেক ঘটে আফরান নিশোর। এরপর দর্শকদের সামনে আসে তার 'দাগি'। দুটি সিনেমাই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সামনে তার আরও সিনেমা আসবে—এমন অপেক্ষায় আছেন দর্শকরা।

এই সময়ের ঢালিউড নায়ক জিয়াউল রোশান। বেশ কয়েকটি সিনেমা করেছেন। 'রক্ত' সিনেমা দিয়ে অভিষেক এবং এই সিনেমা তাকে জনপ্রিয়তাও এনে দেয়। এ ছাড়া, ধ্যাততেরিকি, অপারেশন সুন্দরবন, জ্বিন, ককপিট, বেপরোয়াসহ অনেকগুলো সিনেমা করেছেন তিনি।

শাকিব খানের পর নায়ক হিসেবে কাছাকাছি সময়ে রূপালি পর্দায় নাম লেখান নিরব ও ইমন। বাস্তব জীবনে দুজন বন্ধু। নিরব ও ইমন অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন। সবশেষ পরীমনির বিপরীতে 'গোলাপ' সিনেমায় অভিনয় করেছেন নিরব। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে, ইমন সিনেমা ও ওটিটি—দুই মাধ্যমেই অভিনয় করছেন।

'জান্নাত' সিনেমা দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সাইমন সাদিক। তার ক্যারিয়ারের আলোচিত সিনেমা 'পোড়ামন'। এটি তাকে পরিচিতি এনে দেয়। আরও কয়েকটি সিনেমা তার ক্যারিয়ারে ইতিবাচক ভূমিকা রাখে।

এক যুগ ধরে নায়ক হিসেবে ঢাকাই সিনেমায় অভিনয় করছেন বাপ্পী চৌধুরী। 'ভালোবাসার রং' দিয়ে যাত্রা শুরু। প্রথম সিনেমায় নায়িকা ছিলেন মাহিয়া মাহি। অনেক সাধের ময়না, সুলতানা বিবিয়ানা, দবির সাহেবের সংসারসহ আরও ডজনখানিক সিনেমায় নায়ক হয়েছেন তিনি।

ঢাকাই সিনেমায় নায়ক হিসেবে কয়েক বছর আগে নাম লেখান আদর আজাদ। তার অভিনীত প্রথম সিনেমা 'তালাশ'। এই সিনেমা দিয়ে তিনি আলোচনায় আসেন। এরপর বেশ কয়েকটি সিনেমা মুক্তি পায়। সবশেষ মুক্তি পায় 'টগর', যেখানে তার বিপরীতে আছেন পূজা চেরি।

শাকিব খানের পরবর্তীতে এই নায়কদের মধ্যে কারা তাদের কাজ দিয়ে দীর্ঘদিন টিকে থাকবে, তা বলে দেবে সময় এবং তাদের অধ্যবসায়ই।

Comments

The Daily Star  | English

Trump imposes added 25% tariff on India over Russian oil purchases

The tariff is set to take effect in three weeks and would be added on top of a separate 25% tariff entering into force on Thursday

Now