খুলনায় এনসিপি নেতারা, রাতে জরুরি প্রেস ব্রিফিং

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এনসিপির সমাবেশ। ছবি: এনসিপির ফেসবুক থেকে নেওয়া

গোপালগঞ্জ থেকে গাড়িবহর নিয়ে খুলনা পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা।

আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে তারা খুলনায় প্রবেশ করেন।

এনসিপির খুলনা জেলা আহ্বায়ক আহমেদ হামিম রিফাত দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

রাত সাড়ে ৯টায় খুলনা প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন করবেন এনসিপি নেতারা।

দলীয় সূত্রে জানা গেছে, এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আকতার হোসেন ও তাসনিম জারা অবস্থান করছেন খুলনা সার্কিট হাউসে। 

এছাড়া, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসানাত আবদুল্লাহ, সারজিস আলমসহ দলের আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা খুলনার একটি হোটেলে উঠেছেন।

এর আগে, 'দেশ গড়তে জুলাই পদযাত্রা'র অংশ হিসেবে দুপুরে গোপালগঞ্জে সভা ছিল এনসিপির। সভাস্থলে হামলা করে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের সদস্যরা।

এর মধ্যেই সভা শেষে এনসিপি কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জ ত্যাগ করার সময় তাদের গাড়িবহরে হামলা হয়।

হামলাকারীদের ঠেকাতে পুলিশ ও সেনাবাহিনী ফাঁকা গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। হামলাকারীরা পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।

সংঘর্ষে এখন পর্যন্ত ২ জন নিহতের তথ্য নিশ্চিত হওয়া গেছে। এরপর সন্ধ্যায় গোপালগঞ্জে কারফিউ জারি করে সরকার।

বিকেল ৫টার পর পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় এনসিপি নেতারা গোপালগঞ্জ ত্যাগ করেন।  

এনসিপি খুলনার জেলা আহ্বায়ক হামিম রিফাত বলেন, 'খুলনা প্রেসক্লাবে দলের পক্ষ থেকে প্রেস ব্রিফিং হবে। তবে কেন্দ্রীয় নেতারা রাতে খুলনায় থাকবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।'

Comments

The Daily Star  | English

JP, Gono Odhikar clash in Kakrail

Leaders and activists of Jatiya Party and Gono Odhikar Parishad clashed in front of the former’s central office in the capital’s Kakrail yesterday.

2h ago