জ্ঞানপাপীরা গোপালগঞ্জে হামলার বৈধতা খুঁজছে: হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ | ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, 'যারা জ্ঞানপাপী, যারা বুদ্ধিপাপী, তারা ঢাকায় বসে, মিডিয়াতে বসে গতকালকে গোপালগঞ্জে আমাদের ওপর যে হামলা হয়েছে সেটার বৈধতা উৎপাদন করেছে।'

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী শহরের এক নম্বর রেলগেটের শহীদ স্মৃতি চত্বরের সামনে জুলাই পদযাত্রা কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, 'গতকালকে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আওয়ামী লীগ নামে যে দলটি রয়েছে, সেই দলটিকে প্রতিরোধ করার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের যে কালচারাল উইং, মিডিয়া উইং, তাদেরকেও আমাদের প্রতিরোধ করতে হবে।'

'আমরা বসুন্ধরার মিডিয়ার কথা বারবার বলেছি। ওই মিডিয়ার ভাড়া খাটা কিছু জ্ঞানপাপী রয়েছে, কিছু বুদ্ধিবাদী রয়েছে। তারা এসব আক্রমণের (গোপালগঞ্জের হামলা) বৈধতা উৎপাদন করে। গতকালকে আমাদের ওপর যে হামলা হয়েছে, তার বৈধতা উৎপাদন করতে তাদের কলম আবার সক্রিয় হয়েছে,' বলেন তিনি।

বাংলাদেশ সেদিনই ঘুরে দাঁড়াবে, যেদিন বাংলাদেশ থেকে সমূলে আওয়ামী লীগ নির্মূল হবে বলেও মন্তব্য করেন হাসনাত।

তিনি বলেন, 'গত ১১ মাস আমরা মিডিয়ার বিরুদ্ধে লড়ে যাচ্ছি। তারা বলছে, আওয়ামী লীগকে নাকি আবার সুযোগ দেওয়া উচিত, রিফাইন্ড আওয়ামী লীগকে নাকি সুযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগ ফিরে আসলে কী হয়ে ফিরে আসবে, গতকাল তার টেস্ট ম্যাচ হয়েছে। আওয়ামী লীগ সব সময় প্রতিহিংসার রাজনীতি করে। আমরা লগি-বৈঠার আমল থেকে দেখেছি, পিলখানা হত্যাকাণ্ডে দেখেছি, শাপলায় আলেমদেরকে পাখির মতো হত্যা করতে দেখেছি।'

'আমরা হয়তো মারা যাব। আমাদেরকে হয়তো গুলি করে হত্যা করা হবে। কিন্তু প্রিয় ভাইয়েরা আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। আমরা এখানে (মঞ্চের কেন্দ্রীয় নেতারা) প্রত্যেকটা মানুষ যদি মারা যাই, আমাদেরকে যদি হত্যা করা হয়। প্রিয় রাজবাড়ীবাসী তরুণ প্রজন্ম, স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা আপনাদেরকে আমরা দায়িত্ব দিয়ে যাচ্ছি,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Matarbari: The island where Bangladesh is building its economic future

The deep-sea port project in Matarbari promises to transform regional trade

13h ago