ঢাকায় মানবাধিকার কার্যালয়: জাতিসংঘের সঙ্গে ৩ বছরের সমঝোতা স্মারক সই

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনে ৩ বছরমেয়াদি সমঝোতা স্মারক সই হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক ও বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এ সমঝোতা স্মারকে সই করেন।

জাতিসংঘ মানবাধিকার দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এর মধ্য দিয়ে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের কার্যালয় চালু করার বিষয়টি নিশ্চিত হলো। 

গত বছরের আগস্ট থেকে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বেশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে সহিংস দমন-পীড়ন নিয়ে বিস্তৃত অনুসন্ধান চালিয়ে ইতোমধ্যে একটি প্রতিবেদন দিয়েছে জাতিসংঘ।

বিবৃতিতে ভলকার তুর্ক বলেন, 'এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশে মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতির একটি জোরালো বার্তা দেওয়া হলো। এটি আমাদের মিশনকে বাংলাদেশ সরকার, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে যৌথভাবে সরাসরি মাঠ পর্যায়ে কাজ করতে সাহায্য করবে।'

এ কার্যালয় চালু হলে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থাকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা প্রদান করতে পারবে জাতিসংঘ। একইসঙ্গে, মানবাধিকার বিষয়ক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিশ্রুতি পূরণে সরকার ও নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করবে জাতিসংঘ মানবাধিকার মিশন।

Comments

The Daily Star  | English

Sadarghat launch terminal: Once a thriving riverport now barely afloat

With the rise of modern highways and faster road travel, the once-bustling river port is witnessing a sharp drop in passenger traffic

10h ago