রৌমারীতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নিহত ৩ আহত ২০

আজ বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভুন্দুরচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান দ্য ডেইলি স্টারকে হামলার তথ্য নিশ্চিত করেছেন।

সংঘর্ষে নিহতরা হলেন: নুরুল আমিন (৪০), বুলু মিয়া (৫৫) ও ফুলবাবু মিয়া (৫০)। তাদের সবার বাড়ি ভুন্দুরচর এলাকায়।

আহতদের মধ্যে ১০ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভুন্দুরচর এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পক্ষের একাধিক মামলাও আছে। বৃহস্পতিবার দুপুরে শাহাজাহান মিয়ার লোকজন জমিতে সেচ দিতে গেলে রাজু মিয়ার লোকজন বাধা দেয়। 

এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষের লোকজন একে অপরের ওপর হামলা চালায়। এতে তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা ও পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

স্থানীয় বাসিন্দা নূর ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'দুই পক্ষের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিয়ে একাধিকবার সালিশি বৈঠক হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।'

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নজরুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, 'নিহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে। তাদের মাথা ও বুকে রক্তাক্ত আঘাতের চিহ্ন পাওয়া গেছে।'

ওসি লুৎফর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।'

এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি বলে জানান ওসি।

Comments

The Daily Star  | English

Promises vs reality: RU students still face poor food, housing woes

RU has around 32,000 students but its 17 residential halls can house only about 10,000

30m ago