নির্বাচনী কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে বৈঠকে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে ৪ নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বৈঠকের তথ্য জানিয়েছেন।
তবে এ বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিন নেই। প্রবাসী ভোটার প্রক্রিয়া পর্যবেক্ষণে জাপানে থাকায় ইসি সচিব আখতার আহমেদও বৈঠকে নেই।
ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, 'আমরা জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক শুরু করেছি। আলোচনার বিষয় অনেক বেশি হওয়ায় আজই সব শেষ নাও হতে পারে। সে ক্ষেত্রে রোববার বা সোমবার পর্যন্ত সময় লাগতে পারে।'
তিনি জানান, কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে আলোচনার অগ্রগতির প্রতিবেদন প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। এরপর চূড়ান্ত পরিকল্পনা ঘোষণা করা হবে।
প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠানো হয়েছে।
ইসি জানিয়েছে, ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
Comments