বিশ্বের সেরা পাঁচ লিগের একটি হবে সৌদি লিগ: রোনালদো

মঙ্গলবার রোনালদোর দল আল-নাসের আল শাবাবের বিপক্ষে ২ গোলে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে ৩-২ গোলে। দলের হয়ে জয়সূচক গোল করেন রোনালদোই।
Cristiano Ronaldo

ক্রিস্তিয়ানো রোনালদো না গেলে সৌদি আরবের শীর্ষ লিগের দলের নামও জানত বেশিরভাগ না মানুষ। রোনালদো আল-নাসেরে যোগ দেওয়ার পর সৌদি প্রো লিগ প্রায়ই খবরে আসছে। তবে মানের দিক থেকে বিশ্বের সেরা লিগগুলো থেকে অনেক পিছিয়ে। রোনালদো অবশ্য মনে করেন এই ব্যবধান কমে যাবে। সেরা লিগগুলোর সঙ্গে মানের দিক থেকে কাছাকাছি চলে আসবে এই লিগ।

মঙ্গলবার রোনালদোর দল আল-নাসের আল শাবাবের বিপক্ষে ২ গোলে পিছিয়ে থাকার পর ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে ৩-২ গোলে। দলের হয়ে জয়সূচক গোল করেন রোনালদোই।

ম্যাচ শেষে বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার সৌদি প্রো লিগ নিয়ে অনেক ইতিবাচক কথা বলেছেন, 'এখন আমরা অনেক উন্নত। সৌদি লিগ দ্রুতই উন্নতি করছে। সামনের বছর আরও ভালো হবে। আমি মনে করি এই লিগ বিশ্বের সেরা পাঁচ লিগের মধ্যে থাকবে। সেজন্য কিছুটা সময় লাগবে, অবকাঠামো উন্নতি করতে হবে। ফুটলবারও লাগবে।'

বিশ্বকাপের আগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে বিতর্কের জন্ম দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ছাড়েন রোনালদো। বিশ্বকাপের পর তাকে মোটা অঙ্কের প্রস্তাবে দলে নেয় আল-নাসের। জৌলুসহীন লিগে গিয়ে নিজের তারকা খ্যাতির ধস নামালেন কিনা রোনালদো এই আলোচনা উঠে ভক্তদের মাঝে। তবে পর্তুগিজ তারকা ভাবছেন ভিন্নভাবে। তিনি বরং সৌদি লিগকে নিয়ে অনেক আশাবাদী, 'আমি এই লিগের দারুণ সম্ভাবনা দেখি। এখানকার মানুষ দারুণ। এই লিগ একদিন দুর্দান্ত হয়ে উঠবে।'

Comments