ভারতের ৪ উইকেট ফেলে এখন ঐতিহাসিক জয়ের স্বপ্ন বিভোর বাংলাদেশ। দিনের খেলা লিটন দাস জানান, এই মুহূর্তে ম্যাচের লাগাম তাদের হাতেই।
দেড়শোর নিচে লক্ষ্য দিয়েও ভারতের ভিত নাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের স্পিনাররা। চতুর্থ দিনে অপেক্ষায় তাই তুমুল রোমাঞ্চের।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের শেষ বিকেলে বাংলাদেশ গুটিয়ে গেছে ২৩১ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৯৮ বলে ৭ চারে সর্বোচ্চ ৭৩ রান আসে লিটনের ব্যাটে।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ২৭ ওভার খেলে বাংলাদেশ তুলেছে ১২৪ রান। ৭ উইকেটে ১৯৫ রান করে চা-বিরতিতে যাওয়া স্বাগতিকরা লিড নিয়েছে ১০৮ রানের।
চার উইকেট হারানোর সেশনে বাংলাদেশের হয়ে লড়াই চালাচ্ছেন কেবল জাকির হাসান।
'আমরা সবসময় জয়ের আশা দেখি। ভারতকে হারাতে পারলে তো অবশ্যই ভালো লাগবে, শুধু আমার না, আপনাদেরও। তো আমরা চেষ্টা করবো। আমরা জেতার জন্যই খেলবো।' সংবাদ সম্মেলনে জয়ের প্রত্যয় দেখিয়ে জোরালো কণ্ঠেই...
তাইজুল ইসলামের নৈপুণ্যে দিনের শুরুটা হয় দারুণ। আর শেষ দিকে জ্বলে ওঠেন অধিনায়ক সাকিব আল হাসান। তাতে ভারতকে বড় লিড নেওয়া থেকে আটকে রাখতে পারে বাংলাদেশ। তবে গল্পটা হতে পারতো ভিন্নও। মাঝে টাইগারদের...
শুক্রবার মিরপুরে দ্বিতীয় টেস্টে দ্বিতীয় সেশনে ছড়ি ঘুরিয়েছে ভারত। এই সেশনে ২৫ ওভার খেলে তারা যোগ করে ফেলেছে ১৪০ রান, হারিয়েছে কেবল ১ উইকেট। ৬১ ওভারে ৪ উইকেটে ২২৬ রান তুলে চা-বিরতিতে গেছে ভারত। হাতে...
মেহেদী হাসান মিরাজের বলে রিশাভ পান্তের ব্যাটের কানায় লেগে স্লিপে থাকা লিটন দাসের হাতে লেগে বেরিয়ে গেল বল। অন্যথায় ভারতের উইকেট পড়তে পারতো আরও একটি। সে সুযোগ হয় হাতছাড়া। কিন্তু তারপরও তাইজুল ইসলামের...
প্রথম ইনিংসে উইকেট পেয়েছেন ৫টি আর দ্বিতীয় ইনিংসে ৩টি। হয়েছেন ম্যাচসেরা। শুধু উইকেট বিচারেই নয়, চট্টগ্রাম টেস্টে উইকেটে কুলদিপ যাদবের বিপক্ষেই বেশ ভুগতে হয়েছে বাংলাদেশি ব্যাটারদের। সেই কুলদিপ নেই...