সূত্ররা জানিয়েছেন, আজ ভারতের স্থানীয় সময় সকাল ১১টার দিকে শপথ নেবেন রেখা।
আগামী শনিবার (৮ ফেব্রুয়ারি) বোঝা যাবে, টানা তৃতীয়বারের মতো দিল্লির দায়িত্বে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি আসবে, নাকি দীর্ঘ অপেক্ষার পর দিল্লির ক্ষমতায় ফিরবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি...
জানা গেছে, বিকেল সাড়ে চারটায় (স্থানীয় সময়) লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করে পদত্যাগ করবেন কেজরিওয়াল। তবে তার উত্তরসূরি কে হবেন, তা এখনো জানা যায়নি।
কেজরিওয়াল বলেন, ‘মানুষ যখন বলবে আমরা সৎ, তখন আমি মুখ্যমন্ত্রী আর (মনীশ) সিসোদিয়া উপ-মুখ্যমন্ত্রী হবেন’
প্রায় ছয় মাস কারাবন্দী ছিলেন কেজরিওয়াল। মাঝে লোকসভা নির্বাচনে প্রচারণা চালানোর জন্য তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান দিল্লির জনপ্রিয় এই মুখ্যমন্ত্রী।
ভারতের শীর্ষ আদালত গত ১০ মে তাকে ২১ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেয়। চলমান লোকসভা নির্বাচনের প্রচারণায় অংশ নেওয়ার জন্য তাকে এই জামিন দেওয়া হয়।
‘আম আদমি পার্টিকে গুঁড়িয়ে দেওয়া যাবে না।’
এক বছর আগেও যা অভাবনীয় ছিল, তাই করে দেখিয়েছেন কেজরিওয়াল। একসময় একে অপরের শত্রু হিসেবে বিবেচিত হলেও কংগ্রেস প্রার্থীদের সঙ্গে নিয়ে দিল্লিতে তিনি রোড শো করছেন।
১ জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন কেজরিওয়াল।
ভারতের লোকসভা নির্বাচনের এক মাসের কম সময় আগে কেজরিওয়ালের গ্রেপ্তারের ঘটনা জন্ম দিয়েছে নানা প্রশ্নের।
ইতোমধ্যে আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিংকে গ্রেপ্তার করা হয়েছে।
মমতা অভিযোগ করেন, সিএএ আইনের মাধ্যমে সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হতে পারে।
এ মামলায় সাক্ষী হিসেবে কেজরিওয়ালকে ডাকা হয়েছে। তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ আনা হয়নি। ২৬ ফেব্রুয়ারি একই মামলায় সাবেক উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়াকে সিবিআই গ্রেপ্তার করে। পরে তিনি জামিনে মুক্তি পান।
দিল্লির রাজ্য সরকারের মোট ৩৩ বিভাগের ১৮টিরই দেখভাল করেন মনীশ।