স্পটিফাইয়ে বছরজুড়ে কী শুনেছেন দেখবেন যেভাবে

স্পটিফাই র‍্যাপড ২০২৩। ছবি: স্পটিফাই'র ওয়েবসাইট থেকে সংগৃহীত
স্পটিফাই র‍্যাপড ২০২৩। ছবি: স্পটিফাই'র ওয়েবসাইট থেকে সংগৃহীত

যারা মিউজিক স্ট্রিমিং অ্যাপ স্পটিফাই ব্যবহার করেন, তাদের কাছে স্পটিফাই র‍্যাপড এক ধরনের বার্ষিক প্রথায় পরিণত হয়ে উঠেছে।

স্পটিফাইয়ের এই ফিচারের মাধ্যমে বছরজুড়ে শোনা গানের একটি সারাংশ প্রাণবন্ত ও আকর্ষণীয় গ্রাফিক্সে উপস্থাপন করা হয় ব্যবহারকারীদের কাছে। সেরা গান থেকে ভিন্নধর্মী গান, সবকিছুই 'স্পটিফাই র‍্যাপড' এ তুলে ধরা হয়।

এ বছর মোবাইল অ্যাপ ও ওয়েব, দুই উৎস থেকেই স্পটিফাই র‍্যাপড পাওয়া যাচ্ছে। ফ্রি ও প্রিমিয়াম, উভয় ব্যবহারকারী এটি দেখতে পান।

স্পটিফাই থেকে র‍্যাপড খুঁজে পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

মোবাইলে স্পটিফাই র‍্যাপড পেতে

  • আপনার স্পটিফাই মোবাইল অ্যাপে প্রবেশ করুন।
  • উপরে 'ইয়োর ২০২৩ র‍্যাপড' লেবেল যুক্ত ব্যানার আছে কিনা দেখুন৷ খুঁজে না পেলে উপরের মেনু নেভিগেট করুন এবং Wrapped (র‍্যাপড) বাটন পেতে বাম দিকে স্ক্রল করুন।
  • ৩. ব্যানারে ক্লিক করুন এবং আপনার র‍্যাপডের অভিজ্ঞতা নিন৷
স্পটিফাইর পরিছন্ন ইন্টারফেস এর অন্যতম আকর্ষণীয় বিষয়। ছবি: স্ক্রিণশট
স্পটিফাইর পরিছন্ন ইন্টারফেস এর অন্যতম আকর্ষণীয় বিষয়। ছবি: স্ক্রিণশট

ওয়েবে স্পটিফাই র‍্যাপড পেতে:

  • স্পটিফাই ওয়েবসাইটে যান এবং আপনার অ্যাকাউন্টে সাইন ইন করুন৷
  • র‍্যাপড বার্তার দিকে নজর রাখুন।
  • আপনার র‍্যাপড স্লাইডশো অ্যাক্সেস করতে 'চেক ইট আউট' বাটনে ক্লিক করুন, অথবা সরাসরি  এই লিংকে যান।

বেশিরভাগ ব্যবহারকারী কোনো ঝামেলা ছাড়াই র‍্যাপডের চমৎকার অভিজ্ঞতার স্বাদ নিতে পারেন।

তবে কোনো কোনো ব্যবহারকারী কারিগরি ত্রুটির সম্মুখীন হতে পারেন। কয়েকজন ল্যাপটপে র‍্যাপড অ্যাক্সেস করার সময় এরর মেসেজ পাওয়ার কথা জানিয়েছেন। তবে ওয়েবসাইটে উচ্চ ট্রাফিকের কারণে এমনটা হতে পারে।

স্পটিফাইর ভাষ্য হল, র‍্যাপড দেখতে যেয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে খানিকক্ষণ পর আবার চেষ্টা করা যেতে পারে। তবে তুলনামূলকভাবে মোবাইল অ্যাপ থেকে ভালো অভিজ্ঞতা পাওয়া যায় বলে বেশিরভাগ ব্যবহারকারী জানান।

ইংরেজি থেকে ভাবানুবাদ করেছেন আসরিফা সুলতানা রিয়া

 

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

5h ago