গ্রুপ বদল নিয়ে চবি ছাত্রলীগের ২ পক্ষের সংঘর্ষ, আহত ১৫

বিজয় গ্রুপ ও সিক্সটি নাইন গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসের সোহরাওয়ার্দী হলের সামনে বিজয় গ্রুপ ও সিক্সটি নাইন গ্রুপের মধ্যে প্রায় এক ঘণ্টা এ সংঘর্ষ হয়।

ক্যাম্পাস সূত্র জানায়, ছাত্রলীগের এক কর্মীর গ্রুপ বদল নিয়ে গতকাল রাতে দুই গ্রুপের সদস্যদের মধ্যে কথা কাটাকাটির জেরে দুপুরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। 

বিজয় গ্রুপ শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীর সমর্থকদের এবং সিক্সটি নাইন গ্রুপ সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের সমর্থকদের গ্রুপ বলে পরিচিত।

ক্যাম্পাস সূত্র জানায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষের কামরুল ইসলাম ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের কর্মী ছিলেন। পরে তিনি বিজয় গ্রুপে যোগ দেন।

এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে সোহরাওয়ার্দী হলে কামরুলকে মারধর করে সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা।

পরে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ হলে, প্রক্টরিয়াল বডি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর ধারাবাহিকতায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনার এলাকায় বিজয় গ্রুপের বেশ কয়েকজন সদস্যকে মারধর করে সিক্সটি নাইন গ্রুপের সদস্যরা। 

পরে সোহরাওয়ার্দী হলে দুই গ্রুপ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় এক ঘণ্টা ধরে উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোঁড়াছুঁড়ি হয়।

পুলিশ ও প্রক্টরিয়াল বডির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

জানতে চাইলে প্রক্টর নুরুল আজিম সিকদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ হয়। এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।'

যোগাযোগ করা হলে চবি মেডিকেল সেন্টারের ইনচার্জ মোহাম্মদ আবু তায়েব ডেইলি স্টারকে বলেন, 'ছাত্রলীগের ১৫ কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজন মাথায় আঘাত পেয়েছেন।'

Comments

The Daily Star  | English

US tariff at 20% 'satisfactory', says Khosru

Will comment after knowing full details of the deal

2h ago