ডাকসু নির্বাচন: হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশের মেয়াদ বাড়ালেন চেম্বার আদালত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত রাখতে হাইকোর্টের গতকালের আদেশের ওপর স্থগিতাদেশের মেয়াদ আগামীকাল বুধবার পর্যন্ত বাড়িয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব আজ মঙ্গলবার মেয়াদ বাড়ানোর এ আদেশ দেন।
যে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচনের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন সেটি আগামীকাল বুধবার শুনানির জন্য নিয়মিত বেঞ্চেও পাঠিয়েছেন চেম্বার বিচারপতি।
আজ শুনানিকালে রিট আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন জ্যোতির্ময় বড়ুয়া এবং ঢাবির পক্ষে ছিলেন মোহাম্মদ শিশির মনির ও সাদ্দাম হোসেন।
বাম জোটের প্যানেললের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক প্রার্থী বি এম ফাহমিদা আলম গত বৃহস্পতিবার এ রিট করেন।
তিনি অভিযোগ করেন, এবারের ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।
রিট আবেদনে ফাহমিদা ফরহাদের প্রার্থিতা স্থগিত রাখার জন্য আবেদন করেছিলেন।
পরে গতকাল সোমবার রিটের শুনানি শেষে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চ ডাকসু নির্বাচন প্রক্রিয়া এবং চূড়ান্ত ভোটার তালিকা ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেন।
আদালত রিট আবেদনকারীকে ১৫ দিনের মধ্যে এস এম ফরহাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সম্পর্কিত সব প্রাসঙ্গিক নথিপত্রসহ ঢাবির নির্বাচন ট্রাইব্যুনালে অভিযোগ দায়েরের নির্দেশ দেন।
আদালতে প্রতিবেদন দাখিলের জন্য ট্রাইব্যুনালকে ২১ অক্টোবরের মধ্যে আবেদন নিষ্পত্তিরও আদেশ দেন হাইকোর্ট।
আদালত সূত্রে জানা গেছে, হাইকোর্ট গতকাল আদেশ দেওয়ার পর ঢাবি প্রশাসনের পক্ষে আইনজীবী শিশির মনির হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে তাৎক্ষণিক একটি হাতে লেখা আবেদন তৈরি করেন এবং পরে আপিল বিভাগের চেম্বার বিচারকের কাছে তা উপস্থাপন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে, আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব আজ মঙ্গলবার পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
Comments