ধামরাইয়ে ২১ এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

Dhamrai
স্টার অনলাইন গ্রাফিক্স

চলমান এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগ ঢাকার ধামরাইয়ে দুটি কেন্দ্রের ২১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ধামরাই উপজেলার কুশুরিয়া ইউনিয়নের নবযুগ কলেজ কেন্দ্রে ২ জন ও যাদবপুর ইউনিয়নের যাদবপুর বি এম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১৯ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। 

শিক্ষার্থীদের গণহারে বহিষ্কারের সিদ্ধান্তে হতাশা ও ক্ষোভ জানিয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেছেন শিক্ষকরা।

সাভারের আশুলিয়ার আলহেরা রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক খোরশেদ আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের বিদ্যালয়ের ৩৪ জন পরীক্ষার্থী যাদবপুর বি এম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ বছর পরীক্ষায় অংশ নিচ্ছে। সোমবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা শুরুর পরপর আমাদের স্কুলের দুজন শিক্ষার্থীর খাতা দেখে অন্য দুই শিক্ষার্থী লেখার অপরাধে তাদের ৪ জনকেই বহিষ্কার করা হয়।'

ধামরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী একই কেন্দ্রে মোট ১৯ শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন বলে জানান তিনি।

এছাড়া কুশুরাতেও ২ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

প্রধান শিক্ষক খোরশেদ আলম বলেন, 'কেন্দ্রে তো বাচ্চারা একটু দেখাদেখি করে। এই অপরাধে বহিষ্কার কোনোভাবেই কাম্য নয়। এখন ইউএনও স্যারের ক্ষমতা আছে, তিনি তা প্রয়োগ করেছেন। আমাদের আসলে কিছু বলার নাই। একটা বাচ্চারও কোনো এভিডেন্স পায়নি যে তারা নকল করছে। এক বাচ্চার খাতার সঙ্গে আরেক বাচ্চার খাতা মিলালে তো সব বাচ্চাই বহিষ্কার হওয়ার কথা।'

যোগাযোগ করা হলে ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী ডেইলি স্টারকে বলেন, 'একে অপরের খাতা দেখা ও নকল করাসহ পরীক্ষায় অসুদপায় অবলম্বনের অভিযোগে ২১ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে ১৯ জন যাদবপুর বি এম উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ও ২ জন নবযুগ কলেজ কেন্দ্রের।'

Comments

The Daily Star  | English

3 die of dengue as daily hospitalisations hit record high this year

Nearly 500 patients admitted in 24 hours as total cases rise to 12,763

1h ago