বসতি স্থাপন বন্ধে চট্টগ্রামে পাহাড়ে কাঁটাতারের বেড়া দেবে প্রশাসন

চট্টগ্রাম
স্টার অনলাইন গ্রাফিক্স

অবৈধ বসতি স্থাপন বন্ধে চট্টগ্রামের পাহাড়গুলোতে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাহাড় ব্যবস্থাপনা কমিটি।

আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত কমিটির ২৪তম সভায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন।

তিনি বলেন, আইন মেনে কাঁটাতারের বেড়া দেওয়া হবে।

আশরাফ উদ্দিন আরও বলেন, এত দিন আমরা সমতলের ভূমিহীনদের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর দিয়েছি। এখন আমরা পাহাড়ে বসবাসকারীদের তালিকা করবো। সেই অনুযায়ী, তাদেরকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর দেওয়া হবে।

পাহাড়ের অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে এমন অভিযোগে তিনি একমত পোষণ করেন।

তিনি বলেন, পাহাড় থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা গেলে সহজে বসতি উচ্ছেদ সম্ভব হবে। কারণ বিদ্যুৎ ছাড়া পাহাড়ে কেউ বসবাস করবে না। আমরা বিদ্যুৎ বিভাগকে সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দিয়েছি।

রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী জানান, রেলের মালিকানাধীন ৩টি ঝিল ও একটি পাহাড়ে প্রায় ৩ হাজার পরিবার অবৈধভাবে বসবাস করছে।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, জেলা প্রশাসক মমিনুর রহমান, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক মুফিদুল আলম, মহানগরের পরিচালক হিল্লোল বিশ্বাসসহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

41m ago