সাবেক সংসদ সদস্য বদির বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে: হাইকোর্ট

আবদুর রহমান বদি। ছবি: সংগৃহীত

কক্সবাজার-৪ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে করা দুর্নীতি মামলার বিচার কার্যক্রম চলবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

মামলার বিচার কার্যক্রম স্থগিত চেয়ে বদির করা আবেদন খারিজ করে দিয়ে আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ আদেশের ফলে বদির বিরুদ্ধে বিচারকাজ পরিচালনা করতে নিম্ন আদালতের বাঁধা দূর হলো।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্ঞাত আয়ের বাইরে ৬৬ লাখ ৭০ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগে বদির বিরুদ্ধে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর চট্টগ্রামের ডবলমুরিং থানায় দুদক এ মামলা করেছিল।

মামলাটি এখন চট্টগ্রামের সিনিয়র স্পেশাল মেট্রোপলিটন দায়রা জজ আদালতে বিচারাধীন।

আজ হাইকোর্টে দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আনা খানম কলি।

স্থগিতাদেশের আবেদনের শুনানিতে বদির পক্ষে ছিলেন আইনজীবী রফিকুল ইসলাম সোহেল।

Comments

The Daily Star  | English

Some parties trying to use Mitford incident as political tool: Rizvi

'BNP is a big family. Sometimes one or two miscreants can enter through a loophole.'

1h ago