পাচারকৃত অর্থ ফেরাতে দুদক কী করছে, জানতে চেয়েছে আইএমএফ

আইএমএফ

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে দুদক কী কার্যক্রম নিয়েছে তা জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বাংলাদেশ সফররত আইএমএফের ৪ সদস্যের একটি দল আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। 

দুদক সূত্র জানায়, এক ঘণ্টাব্যাপী এ বৈঠকে আইএমএফের প্রতিনিধিদলের সদস্যরা দুদকের কাছে জানতে চান যে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে দুদক কী ধরনের ব্যবস্থা নিয়েছে।

এর জবাবে দুদকের পক্ষ থেকে বলা হয়, যেসব দেশে অর্থ পাচার হয়েছে সেসব দেশের আইনি সহায়তা পেতে চিঠি পাঠানো হয়েছে।

বৈঠকে এর বাইরে দুদকের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। টেকসই উন্নয়নের জন্য দুর্নীতি কমানোর পরামর্শ দেয় আইএমএফ।

বৈঠকে আইএমএফ দলের নেতৃত্ব দেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান রাহুল আনন্দ। দুদকের পক্ষে নেতৃত্ব দেন সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন। আরও উপস্থিত ছিলেন মানি লন্ডারিং ইউনিটের মহাপরিচালক মোকাম্মেলসহ ৪ জন।

বৈঠক শেষে দুদকের সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, 'দুদকের বর্তমান কাঠামো, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিদ্যমান আইন, বিধিবিধান এবং কীভাবে দুদক কাজ করছে, সে সম্পর্কে জানতে আইএমএফের প্রতিনিধি এসেছিলেন। পাচার হওয়া অর্থ উদ্ধারের ক্ষেত্রে বিভিন্ন দেশের যে সহযোগিতার প্রয়োজন হয়, সেই বিষয়ে তারা গুরুত্ব দিয়েছেন।'

বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তি দেওয়ার আগে শর্ত পূরণ যাচাই করতে গত ৪ অক্টোবর দেশে আসে আইএমএফের এই প্রতিনিধিদল। 
 

Comments

The Daily Star  | English

Shomi Kaiser arrested in Uttara

The Dhaka Metropolitan Police (DMP) arrested actress Shomi Kaiser in the capital’s Uttara area early today.

1h ago