হলমার্ক ঋণ কেলেঙ্কারি মামলায় এস কে সুর গ্রেপ্তার

এস কে সুর চৌধুরী। ছবি: সংগৃহীত

হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির ঘটনায় অর্থপাচারের অভিযোগে করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সিআইডির আর্থিক অপরাধ ইউনিটের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ আদেশ দেন। 

সম্পদ বিবরণী জমা না দেওয়ায় দুদকের ২০২৪ সালের ২৩ ডিসেম্বরের মামলায় গত ১৪ জানুয়ারি গ্রেপ্তার করা হয় এস কে সুরকে।

গতকাল দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ ব্যাংকে তার লকার থেকে ১.০৫ কেজি স্বর্ণ ও ১ লাখ ৬৯ হাজার ৩০০ ডলার, ৫৫ হাজার পাউন্ড এবং ৭০ লাখ টাকার স্থায়ী আমানতের রসিদ জব্দ করে।

সাত বছর আগে হলমার্ক গ্রুপের বিরুদ্ধে সাড়ে ১৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে সিআইডি।

দুদকের ২০১৮ সালের ২৬ ডিসেম্বরের ওই মামলার এফআইআরে এস কে সুরের নাম না থাকলেও, সিআইডির আর্থিক অপরাধ ইউনিটের তদন্ত কর্মকর্তা পরিদর্শক সায়েদুর রহমান তার আবেদনে বলেন, হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির সময় এস কে সুর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। তাই, ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

আজ এস কে সুরের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।

হলমার্ক গ্রুপের কর্মচারী তুষার আহমেদ, মোহাম্মদ আসলাম উদ্দিন ও সুমন ভূঁইয়ার বিরুদ্ধে ১৩ কোটি ৫০ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছিল দুদক।

অভিযোগে বলা হয়, ওই অর্থের উৎস পাওয়া যায়নি, তা অবৈধভাবে অর্জন করা হয়েছিল সংগ্রহ করা হয়েছে এবং অর্থের উৎস গোপন করার জন্য স্থানান্তর করা হয়েছে।

Comments

The Daily Star  | English
asif nazrul election statement

'We will leave in February'

'We're determined to hold the election in February,' says Asif Nazrul

3h ago