ফুলকপি নাকি বাঁধাকপি

জানিয়েছেন মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালের পুষ্টিবিদ শরীফা আক্তার শাম্মী।
ফুলকপি, বাঁধাকপি
ছবি: সংগৃহীত

শুরু হয়েছে শীতের মৌসুম। শীত মানেই নানা রঙের সবজি। এসব সবজির মধ্যে ফুলকপি ও বাঁধাকপির জনপ্রিয়তা অত্যধিক। শীতের মৌসুমে সবার ঘরেই ফুলকপি ও বাঁধাকপি দিয়ে সুস্বাদু তরকারি রান্না হয়। কিন্তু আমরা অনেকেই এ দুটির পুষ্টিগুণ সম্পর্কে জানি না। আবার অনেকের মধ্যেই সংশয় আছে বাঁধাকপি ও ফুলকপির মধ্যে কোনটি বেশি উপকারী।

আজ জানব ফুলকপি ও বাঁধাকপির পুষ্টিগুণ এবং দুটির মধ্যে কোনটির কেমন উপকারিতা। জানিয়েছেন মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালের পুষ্টিবিদ শরীফা আক্তার শাম্মী

শরীফা আক্তার শাম্মী বলেন, ফুলকপি ও বাঁধাকপি সুস্বাদু হওয়ার পাশাপাশি এতে রয়েছে প্রচুর ভিটামিন ও মিনারেলস। লো ক্যালরি সমৃদ্ধ হওয়ায় ওজন কমানোর জন্য এই দুই সবজি অনেক উপকারী।

১০০ গ্রাম ফুলকপি থেকে পাওয়া যায়-

শক্তি - ৩০ ক্যালরি

প্রোটিন -১.৯২ গ্রাম

ফাইবার -২ গ্রাম

কার্বোহাইড্রেট -৪.৭ গ্রাম

এক কাপ বা ১০০ গ্রাম বাঁধাকপিতে পাওয়া যায়-

শক্তি -২৬ ক্যালরি

প্রোটিন - ১.৩ গ্রাম

ফাইবার -২ গ্রাম

কার্বোহাইড্রেট -৪.৭ গ্রাম

এ ছাড়া ফুলকপি ও বাঁধাকপিতে রয়েছে প্রচুর ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন এ, ভিটামিন বি, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ ও সালফার জাতীয় উপাদান।

ফুলকপির উপকারিতা

  • এতে প্রচুর ফাইবার আছে যা শরীরের কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে
  • ফুলকপিতে থাকা ক্যালসিয়াম ও ফ্লোরাইড শরীরের হাড় শক্ত করে
  • এর ভিটামিন সর্দি, ঠান্ডা, কাশি, গা ব্যাথা দূর করতে সাহায্য করে এবং রোগ প্রতিবোধ ক্ষমতা বাড়ায়
  • সালফার জাতীয় উপাদান শরীরের প্রদাহ  দূর করতে সাহায্য করে
  • এই সবজিতে পর্যাপ্ত পরিমাণে আয়রন রয়েছে, যা রক্ত তৈরিতে সাহায্য করে। গর্ভাবস্থায় এ সবজি অত্যন্ত গুরুত্বপূর্ণ
  • ফুলকপি পরিপাকতন্ত্রকে ভালো রাখে
  • ত্বকের সংক্রমণ প্রতিরোধ করে
  • চোখ সুস্থ রাখতে ফুলকপিতে থাকা ভিটামিন এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
  • ফুলকপিতে রয়েছে সালফোরাপেন নামক উপাদান, যা ক্যানসার কোষ ধ্বংস করে ক্যানসার প্রতিরোধ করে। এ উপাদান রক্তচাপ কমায়, কিডনি ভালো রাখে
  • ফুলকপিতে রয়েছে অ্যান্টি-ইনফ্লামেটরি নিউট্রিয়েন্ট
  • এটিতে আছে কলিন ও ভিটামিন বি, যা মস্তিষ্কের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে স্মৃতিশক্তি বাড়ে।

বাঁধাকপির উপকারিতা

  • বাঁধাকপি পাকস্থলির আলসার ও পেপটিক আলসার প্রতিরোধ করে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, আলসারের জন্য উপকারী প্রাকৃতিক ওষুধ হলো বাঁধাকপির রস
  • লাল প্রজাতির বাঁধাকপিতে আছে  বেটা- ক্যারোটিন, লুটিন,  যা হৃৎপিণ্ড সুস্থ রাখে এবং অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বাড়ায়
  • রক্তের শর্করা কমাতে সাহায্য করে। টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়
  • এটির ফাইবার হজমে সহায়তা করার পাশাপাশি খারাপ কোলেস্টেরল কমায়। কোষ্ঠকাঠিন্য দূর করে। পেট ফাঁপা, বুক জ্বালা ইত্যাদি সমস্যা দূর করে
  • বাঁধাকপি থেকে সালফারসমৃদ্ধ উপাদান গ্লুকোসাইনোলেটস তৈরি হয়, যা ক্যানসারের বিরুদ্ধে রক্ষাকবচ হিসেবে কাজ করে
  • বাঁধাকপির ফলিক এসিড শরীরের ডিএনএ পুনর্গঠন করে থাকে
  • অকাল বার্ধক্য রোধ করে। বেগুনি বাঁধাকপিতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, যা ভেতর থেকে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে

কোনটির উপকারিতা বেশি

বাঁধাকপি ও ফুলকপির পুষ্টিগুণ প্রায় একই। তবে সাদা বাঁধাকপির তুলনায় ফুলকপিতে ভিটামিন 'সি' এর পরিমাণ বেশি থাকে। এ ছাড়া তেমন পুষ্টিগত পার্থক্য লক্ষণীয় নয়। তবে প্রতিদিন এই সবজিগুলো খেতে থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে। তাই সপ্তাহে ঘুরিয়ে-ফিরিয়ে চার থেকে পাঁচদিন খাওয়া যেতে পারে  এবং দিনে এক কাপ পরিমাণ খাওয়া ভালো।

 

Comments

The Daily Star  | English

Rab will never again get involved in enforced disappearances, killings: DG

Rab will never get involved in incidents such as enforced disappearances and killings anymore, the force’s Director General AKM Shahidur Rahman said today

44m ago