হলমার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন হাইকোর্টে নামঞ্জুর 

দুর্নীতির মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছে হাইকোর্ট।
জেসমিন ইসলাম। ছবি: ফাইল ছবি

দুর্নীতির মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন আবেদন নামঞ্জুর করেছে হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ মামলায় জেসমিনের জামিন আবেদন খারিজ করে দেন।

ভুয়া লেটার অব ক্রেডিট খুলে জনতা ব্যাংক থেকে ৮৫ কোটি ৮৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে জেসমিনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে ২০১৯ সালের ১০ মার্চ এ মামলায় জেসমিনকে জামিন দেয় হাইকোর্ট।

দুর্নীতি দমন কমিশনের করা আপিলের পরিপ্রেক্ষিতে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ একই বছরের ১৬ জুন হাইকোর্ট জামিন আদেশ বাতিল করে এবং জেসমিনকে ৪ সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান এ বিষয়ে সাংবাদিকদের জানান, আদালতের আদেশ অনুযায়ী জেসমিন নিম্ন আদালতে আত্মসমর্পণ করে হাইকোর্টে জামিন আবেদন জমা দেন।

জেসমিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।

 

Comments