জঙ্গি ছিনতাইয়ে জড়িত ১ আসামি গ্রেপ্তার

ঢাকায় আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গি ছিনিয়ে নেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঢাকায় আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জঙ্গি ছিনিয়ে নেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার মেহেদী হাসান অমি ওরফে রাফি এ ঘটনায় করা মামলার আসামি।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) তাকে গ্রেপ্তার করেছে।

সিটিটিসি প্রধান ও অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বিকেলে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুরে রাজশাহীতে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, 'জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় এজাহারনামীয় একজন আসামিকে আমরা ইতোমধ্যেই গ্রেপ্তার করেছি।'

তিনি বলেন, 'জঙ্গিদের ব্যবহৃত মোটরসাইকেল আমরা উদ্ধার করেছি। আরও বেশ কিছু তথ্য-উপাত্ত এবং এভিডেন্স আমরা উদ্ধার করেছি। আমাদের কাজ চলছে।'

এর আগে গত রোববার প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আনসার আল ইসলামের সদস্য মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে ছিনিয়ে নিয়ে যায় সহযোগীরা।

এ ঘটনায় সেদিনই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ বাদী হয়ে একটি মামলা করেন।

মামলায় ২০ জনের নাম উল্লেখসহ আরও ২০-২১ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

 

Comments