বিএনপির এখন আর নির্বাচনে আসার সুযোগ নেই: ইসি আনিছুর

ইসি আনিছুর
মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন ইসি আনিছুর। ছবি: সংগৃহীত

বিএনপির এখন আর নির্বাচনে আসার সুযোগ নেই বলে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান মন্তব্য করেছেন।

আজ রোববার দুপুরে সুনামগঞ্জে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জেলা সদরের হাছন রাজা মিলনায়তনে জেলার ৫টি সংসদীয় আসনের প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে এ সভা হয়।

ইসি আনিছুর বলেন, 'বহু বিদেশি আমাদের কাছে আসছেন। আমাদের প্রস্তুতি কী, আমরা কী কী করতে চাই-সেগুলো তারা জেনেছেন। আমরা কারও চাপে নাই, আমরা আমাদের নিজস্ব চাপের মধ্যেই আছি।'

তিনি আরও বলেন, 'এবার বিপুল সংখ্যক পর্যবেক্ষক আসছেন বিভিন্ন দেশ থেকে। দেশগুলোর দূতাবাস এবং সংস্থার লোকরা আমাদের কাছে সময় বাড়ানোর কথা বলেছেন, আমরা বাড়িয়েছি। এখন তারা লিস্ট পাঠিয়েছেন।'

'এই লিস্টটি পর্যালোচনা করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হবে। অধিকাংশ পর্যবেক্ষককে অন-অ্যারাইভাল ভিসা দেওয়া হবে এবং তাদের নিরাপত্তা জোরদার করা হবে,' যোগ করেন তিনি।

এই নির্বাচন কমিশনার আরও বলেন, 'দুই হাজারের বেশি দেশি পর্যবেক্ষকের আবেদন এসেছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আমাদের চোখে নির্বাচন ভালো বললে হবে না, আন্তর্জাতিক, দেশি-বিদেশি পর্যবেক্ষকরা দেখে বলতে হবে।'

তিনি বলেন, 'মার্কিন দূতাবাস থেকেও একটি বড় তালিকা এসেছে। তারা পর্যবেক্ষণ করবে তাদের মতো করে।'

বিএনপির নির্বাচন আসা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ইসি আনিছুর বলেন, 'বিএনপির এখন আর নির্বাচনে আসার সুযোগ নেই। ট্রেন বহুদূর চলে গেছে, এটি আর ফেরানো সম্ভব না। সঠিক সময়ে নির্বাচন হবে। পাতানো নির্বাচনের কোনো সুযোগ নেই।'

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনার বলেন, 'ভোটের আগে বা পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সুযোগ নেই। সব পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে আছে। ভোটের আগে ও পরে মোট ১০ দিন সেনাবাহিনী মাঠে থাকবে। যেকোনো ধরণের অভিযোগ পেলে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেয়া হবে।'

Comments