রাজনীতি

জনগণ এবার নিজের ভোট নিজে দেবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ এবার নিজের ভোট নিজে দেবে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সিলেটের সমাবেশে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: আনিসুর রহমান/স্টার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণ এবার নিজের ভোট নিজে দেবে।

আজ শনিবার নগরের চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে এ কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, 'আপনারা যুদ্ধ করছেন, এই যুদ্ধ মুক্তির যুদ্ধ, অধিকার ফিরে পাওয়ার যুদ্ধ।'

তিনি বলেন, 'সিলেট থেকে স্বাধীনতাযুদ্ধ শুরু হয়েছিল, জিয়াউর রহমান এখানেই যুদ্ধ করেছিলেন। সাইফুর রহমান অর্থনৈতিক মুক্তির জন্য যুদ্ধ করেছিলেন। অর্থাৎ, সিলেটবাসীর ইতিহাস যুদ্ধ করার ইতিহাস। এখন এই সরকারের পতনে যুদ্ধ করতে হবে।'

'সাধারণ খেটে খাওয়া মানুষ শান্তিতে নেই' উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, 'সবকিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে। কারণ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়।'

তিনি বলেন, '১৯৯০ সালেও আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, আবারও সংগ্রাম করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।'

'আমরা দেশে শান্তি চাই, অশান্তি চাই না। এক দফা দাবি, সরকারের পতন চাই। শেখ হাসিনাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে। অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না', বলেন মির্জা ফখরুল।

  

Comments