পুনরায় ভোট গণনার আবেদন করলেন হিরো আলম
ভোট গণনার সময় ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগে আবারও ভোট গণনার জন্য বগুড়া নির্বাচন কমিশন অফিসে আবেদন করেছেন আশরাফুল হোসেন, যিনি হিরো আলম নামে অধিক পরিচিত।
আজ রোববার দুপুর দেড়টার দিকে দ্য ডেইলি স্টারকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে নিজের ফেরিফাইড ফেসবুক পেজে তিনি ঘোষণা দেন, আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বগুড়ায় নির্বাচন কমিশন অফিসে যাবেন।
গত ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন হিরো আলম। বগুড়া-৪ আসনে আওয়ামী লীগ সমর্থিত জাসদ প্রার্থীর কাছে ৮৩৪ ভোটে হেরে যান তিনি।
এরপরেই তিনি অভিযোগ করেন, এই আসনে ভোট সুষ্ঠু হলেও গণনার সময় ফলাফল পাল্টে দেওয়া হয়েছে। ষড়যন্ত্র করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে।
Comments