কাহারোলে ধানবোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা

ট্রাকটি কাহারোল থেকে বীরগঞ্জের দিকে যাচ্ছিল। ছবি: সংগৃহীত

দিনাজপুরের কাহারোল উপজেলায় একটি ধানবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কিছু ধানসহ ট্রাকের কেবিন পুড়ে গেছে।

রোববার দিবাগত রাত দেড়টার দিকে কাহারোল-বীরগঞ্জ সড়কে মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় কাউকে আটক করতে না পারলেও মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল ইসলাম।

পুলিশ জানায়, ধানবোঝাই করে একটি ট্রাক কাহারোল থেকে বীরগঞ্জের দিকে যাচ্ছিল। পথে উপজেলার মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ট্রাকে থাকা কিছু ধান ও কেবিনের অংশ পুড়ে যায়।

ওসি ফারুকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

বিএনপির সমাবেশ ভণ্ডুল হওয়ার পর গত ২৯ অক্টোবর থেকে যে অবরোধ-হরতাল চলছে, সেই কর্মসূচি ঘিরে সারাদেশে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা নিয়মিতই ঘটে চলেছে।

২৮ অক্টোবর ঢাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর দলটির মহাসমাবেশ ভণ্ডুল হয়ে যায়। এরপর থেকে ধারাবাহিকভাবে হরতাল ও অবরোধের মত কর্মসূচি দিয়ে আসছে বিএনপি।

Comments

The Daily Star  | English

Khaleda leaves London for Dhaka in air ambulance

Fakhrul urges BNP supporters to keep roads free, ensure SSC students can reach exam centres

9h ago