নিরাপদ বাংলাদেশ গড়তে আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ: তারেক রহমান

তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমান বলেছেন, একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আগামী জাতীয় নির্বাচন একটি বড় সুযোগ।

আজ শুক্রবার চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, 'জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাসী, অবিশাসী, সংশয়বাদী নির্বিশেষে এই বাংলাদেশে সবার সমান অধিকার থাকবে, এটাই বিএনপির নীতি।'

তিনি বলেন, 'ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। ন্যায়বিচার ও আইনের শাসন যদি দেশে না থাকে, তাহলে সংখ্যালঘু বা সংখ্যাগুরু কেউই নিরাপদ নয়।'

তারেক রহমান আরও বলেন, 'সাড়ে পাঁচ হাজার বছর আগে যখন হিন্দু ধর্মের অবতার শ্রীকৃষ্ণ মথুরায় অবতীর্ণ হন, তখন কংস ছিল অত্যাচারী শাসক। শ্রীকৃষ্ণ সেই অত্যাচারী শাসককে বিনাশ করেন।'

'ঠিক একইভাবে এক দশকের বেশি সময় ধরে দেশে কংসের মতো স্বৈরাচার জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। দলমত নির্বিশেষে গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই স্বৈরাচারের পতন হয়েছে,' যোগ করেন তিনি।

'স্বৈরাচারের দোসররা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে' মন্তব্য করে তারেক রহমান বলেন, 'স্বৈরাচারের পতন হলেও ষড়যন্ত্র থেমে নেই। জনগণের প্রত্যক্ষ ভোটে জণগণের সরকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ গণতন্ত্র নিরাপদ নয়।'

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, 'গত ১৭ বছর আপনাদের রাজনৈতিকভাবে ব্যবহার করেছে একটি গোষ্ঠী। এই সত্যি কথা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি।'

Comments

The Daily Star  | English
Hitu Sheikh sentenced to death in Magura child rape case

Magura child rape: Hitu Sheikh sentenced to death, 3 acquitted

The child went to visit her sister's house where she was raped on March 6

57m ago