গাজার জাবালিয়া রিফিউজি ক্যাম্পে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৮

গত ৯ অক্টোবর উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা হয়। ছবি: রয়টার্স

উত্তর গাজার জাবালিয়া রিফিউজি ক্যাম্পে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এছাড়া, মধ্য গাজার একটি আবাসিক ভবন এবং একটি গির্জা প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েল। পৃথক এ দুটি হামলায় আরও অন্তত ১২ জন নিহত হয়েছে এবং ৪০ জনের বেশি আহত হয়েছে। 

ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে একটি পোস্টে বলেছে, জাবালিয়া ক্যাম্পের ঘরবাড়ি লক্ষ্য করে হামলা হয়েছে। হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।

গাজার ৮টি শরণার্থী শিবিরের মধ্যে বৃহত্তম এই জাবালিয়া ক্যাম্পে এর আগে গত ৯ অক্টোবরও ইসরায়েল বিমান হামলা চালায়।  

১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর দক্ষিণ ফিলিস্তিনের ২৫ হাজার শরণার্থীকে আশ্রয় দিতে এ ক্যাম্প প্রতিষ্ঠিত হয়েছিল। প্রায় দেড় বর্গকিলোমিটার আয়তনের এ ক্যাম্পে নিবন্ধিত ফিলিস্তিনি শরণার্থীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার।

এদিকে বৃহস্পতিবার গভীর রাতে মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৫ জন।

স্থানীয় আল-আকসা শহীদ হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানায়, নিহত ও আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু।

অপরদিকে মধ্য গাজার একটি গির্জা প্রাঙ্গণে ইসরায়েলি হামলায় অন্তত ২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে বলে আল জাজিরা জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানায়, গ্রিক অর্থোডক্স এ গির্জায় অসংখ্য উদ্বাস্তু ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল।

যোগাযোগ করা হলে ইসরায়েলি সেনাবাহিনী এএফপিকে জানায়, তারা হামলার অভিযোগ যাচাই-বাছাই করছে।

এর আগে গত মঙ্গলবার রাতে গাজার আল-আহলি আরব হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছে। তবে, এ হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েল।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাসের রকেট হামলার পর গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৭৮৫ ফিলিস্তিনি নিহত এবং প্রায় সাড়ে ১২ হাজারের বেশি আহত হয়েছে বলে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

অপরদিকে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া ইসরায়েল থেকে ২০৬ জনকে অপহরণ করে হামাস গাজায় জিম্মি করে রেখেছে বলে ইসরায়েল দাবি করছে।

 

Comments

The Daily Star  | English

Interest payments, subsidies soak up almost half of budget

Interest payments and subsidies have absorbed nearly half of Bangladesh’s total budget expenditure in the first seven months of the current fiscal year, underscoring growing fiscal stress and raising concerns over public finances.

1h ago