ফিলিস্তিনে ইসরায়েলের হামলা, সৌদি আরবের নিন্দা

ফিলিস্তিনের জেনিন শহরে ইসরায়েলের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
ফিলিস্তিনে ইসরায়েলের হামলা, সৌদি আরবের নিন্দা
পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত যানবাহন। ছবি: রয়টার্স

ফিলিস্তিনের জেনিন শহরে ইসরায়েলের হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। ইসরায়েলি দখলদারিত্বের অবসান, উত্তেজনা ও আগ্রাসন বন্ধ এবং বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় সুরক্ষা প্রদানে আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছে সৌদি আরব।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত ও ওমানও এই হামলার নিন্দা জানিয়েছে বলে বৃহস্পতিবার তাদের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা 'একাধিক বড় হামলার' সন্দেহে জেনিনে বিশেষ বাহিনী পাঠিয়েছে।

জাতিসংঘ ও আরব মধ্যস্থতাকারীরা বলছে, পশ্চিম তীরের উত্তরাঞ্চলের জেনিনে সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

16h ago