গাজায় এক লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে যাওয়া একটি বাড়ি। ছবি: রয়টার্স
গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় ধ্বংস হয়ে যাওয়া একটি বাড়ি। ছবি: রয়টার্স

জাতিসংঘের মানবিক ত্রাণ সংস্থা জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলা এবং গোলাবর্ষণে গাজায় ১ লাখ ২০ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়ের দপ্তর তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে, বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হওয়া অনেকেই উপকূলের কাছে প্রায় ৬৪টি স্কুলে আশ্রয় নিয়েছে।

ইসরায়েলি হামলায় ধ্বংস হওয়া উল্লেখযোগ্য ভবনগুলির চারটি বড় টাওয়ার রয়েছে যার একাধিক ফ্লোরে আবাসিক ইউনিট রয়েছে, এতে বলা হয়েছে যে মোট ১৫৯টি আবাসন ইউনিট ধ্বংস হয়েছে এবং ১ হাজার ২১০টির গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামাসের হামলার পর পাল্টা হামলায় এখন পর্যন্ত ফিলিস্তিন ও ইসরাইলের ১ হাজার ১০০ লোকের বেশি মানুষ নিহত হয়েছে। আজ তৃতীয় দিনের মতো হামলা চলছে।

 

Comments

The Daily Star  | English

South Africa win World Test Championship to end trophy drought

South Africa won the World Test Championship on Saturday, completing a remarkable turnaround to beat Australia by five wickets as they successfully chased down an imposing 282-run target.

2h ago