আজমির শরিফে প্রধানমন্ত্রী

ছবি: বাসসের সৌজন্যে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ৪ দিনের সরকারি সফরের শেষ দিনে আজ বৃহস্পতিবার আজমিরের খাজা গরিব নেওয়াজ দরগাহ শরিফ পরিদর্শনে রাজস্থান পৌঁছেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ তথ্য জানিয়ে বলেন, 'প্রধানমন্ত্রী দেশ, জনগণ ও সমগ্র মুসলিম উম্মাহর উন্নয়ন, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে নফল নামাজ ও মোনাজাত করবেন।'

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় আজ সকাল ৯টা ৫৫ মিনিটে রাজস্থানের জয়পুর আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায়।

এর আগে বিমানটি নয়াদিল্লির পালাম বিমান বন্দর থেকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে সকাল ৯টা ১২ মিনিটে ছেড়ে যায়।

ইহসানুল করিম আরও বলেন, 'প্রধানমন্ত্রী সুফি সাধক হযরত মঈনুদ্দিন চিশতী (র) মাজার খাজা গরিবে নওয়াজ দরগাহ শরিফে ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন। কিছু সময় সেখানে অবস্থান করবেন।

পরে শেখ হাসিনা আজমির দরগাহ শরিফের বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।

Comments

The Daily Star  | English

Anatomy of BGB shootings in Rampura

It was 6:14pm on Friday, July 19, 2024. Two Border Guard Bangladesh (BGB) personnel were advancing into Banasree G Block in Dhaka.

21h ago