৬ মাস বন্ধের পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু

যমুনা সার কারখানা
যমুনা সার কারখানার প্রধান ফটক। ছবি: শহিদুল ইসলাম নিরব/স্টার

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সার কারখানায় (জেএফসিএল) দীর্ঘ ৬ মাস বন্ধের পর উৎপাদন চালু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। 

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহীদুল্লাহ্ খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ১১ ডিসেম্বর কারখানায় গ্যাস সংযোগ সচল করা হয়। গতকাল সোমবার চালু হয় অ্যামোনিয়া উৎপাদন।

কারখানা সূত্র জানায়, চলতি বছরের ২১ জুন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এতে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। 

কারখানা সংশ্লিষ্ট হাজার হাজার শ্রমিক কাজ হারিয়ে টানা ৬ মাস মানবেতর জীবনযাপন করে। অপরদিকে মূল্যবান যন্ত্রাংশগুলো পুরোপুরি অকেজো হওয়ার শঙ্কাও দেখা দেয়।

পরে গ্যাস সরবরাহ ও উৎপাদন চালুর দাবিতে শ্রমিক-কর্মচারীরা নানা কর্মসূচি পালন করে।

মুহাম্মদ শহীদুল্লাহ্ খান বলেন, 'মঙ্গলবার বিকেল ৫টা থেকে ইউরিয়া উৎপাদন চালু হয়েছে। গ্যাসের চাপ স্বাভাবিক আছে।'

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

13h ago