পাকিস্তানের গণতন্ত্র সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে: ইমরান খান

ইমরান খান
ইমরান খান। ছবি: রয়টার্স ফাইল ফটো

পাকিস্তানের গণতন্ত্র সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে আছে বলে মন্তব্য করেছেন পিটিআই চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বিচার বিভাগই 'একমাত্র ভরসা' বলেও মনে করছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে এক সাক্ষাৎকারে ইমরান খান এ কথা বলেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়।

তিনি আরও বলেন, 'জোট সরকার নির্বাচন নিয়ে ভীত। নির্বাচন হলে তারা নিশ্চিহ্ন হওয়ার আশঙ্কা আছে।'

নির্বাচনে হলে নিজ দলের বিজয় নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

পিটিআই নেতা বলেন, 'সুতরাং তারা সিদ্ধান্ত নিয়েছে, আমি যদি জেলে থাকি বা আমাকে যদি হত্যা করা হয় তবেই তারা নির্বাচন করবে। আমার ওপর ২ বার হামলা চালানোর চেষ্টা করা হয়েছে। আমার বাড়িতেও অভিযান চালানো হয়েছে।'

বিক্ষোভকারীদের সহিংসতার বিষয়ে জানতে চাইলে ইমরান 'সব ধরনের সহিংসতার' নিন্দা করেন।

Comments

The Daily Star  | English

BNP rally begins at Nayapaltan

The rally will conclude at Manik Mia Avenue, where the closing speech will be delivered by Tarique Rahman

28m ago